Ajker Patrika

নন্দীগ্রামে বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১: ০২
নন্দীগ্রামে বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল আমাদের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল রয়েছে। এ জন্য আমরা থানা থেকে অনুমতি নেওয়ার জন্য সব নেতা-কর্মী থানাতেই ছিলাম। ইফতারির পোলাও রান্নার জন্য অফিসে তিনজন আদা, রসুন ও পেঁয়াজ বাঁটছিল। এমন সময় মুখ বাঁধা কয়েকজন অফিসে ঢুকে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চেয়ার ভাঙচুর করে। আগুনে অফিসের চেয়ার ও ব্যানার পুড়ে গেছে। 

নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর তানভীর হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। আমরা যাওয়ার আগেই আগুন নেভানো হয়েছে। একটি চেয়ার ও একটি ব্যানার পুড়ে গেছে। সেখানে পেট্রলের গন্ধ ছিল।’ 

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনা শুনেছি। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, ‘আগামীকালের অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন চলছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের। এর মধ্যে এ ঘটনা ঘটল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত