Ajker Patrika

জীবিতকে মৃত দেখিয়ে সনদ, ইউপি সচিব কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি
জীবিতকে মৃত দেখিয়ে সনদ, ইউপি সচিব কারাগারে

সিরাজগঞ্জের শাহজাদপুরে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় এক ইউপি সচিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। 

অভিযুক্ত হোসেন মো. সোহরাওয়ার্দী উপজেলার সোনাতনী ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব। 

আদালতের পেশকার আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা যায়, শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের বাসিন্দা রহম আলীর ছেলে বাবু মিয়া মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। গত ৪ অক্টোবর বাবু মিয়ার ছোট ফুপু ডালিয়া খাতুন মারা গেছেন এই মর্মে তার দাফন–কাফনের জন্য তার জামিনের জন্য আদালতে আবেদন করেন। কিন্তু মৃত্যুর সনদটি আদালতের কাছে সন্দেহ হওয়ায় সনদটি যাচাই–বাছাই করে তদন্ত প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়। 

পরে পুলিশের তদন্ত প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ আলীর স্ত্রী ডালিয়া খাতুন জীবিত রয়েছেন। মৃত্যুর সনদটি ভুয়া। আদালত তদন্ত প্রতিবেদনটি আমলে নিয়ে ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দী ও মাদক মামলার আসামি বাবুর আত্মীয় (সনদ আবেদনকারী) আমজাদ হোসেনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলার হওয়ার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছেন। 

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু সনদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইউপি সচিব হোসেন মো. সোহরাওয়ার্দীর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত