Ajker Patrika

নাটোরে চেয়ারম্যান পদে নতুন মুখ একজন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১ জন

নাটোর প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২৪, ১০: ০২
Thumbnail image

নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম রমজান, রবিউল ইসলাম ও দেলোয়ার হোসেন পাশা। তাঁদের মধ্যে দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় বেসরকারিভাবে এসব ফল ঘোষণা করেন প্রথম ধাপের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ, সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম ও আনিসুর রহমান।

নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে  টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী মো. শরিফুল ইসলাম রমজান। তিনি ৩৪ হাজার ৭৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম পেয়েছে ৩১ হাজার ৮৫৩ ভোট। তিনি ২ হাজার ৯৪৪ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

শরিফুল ইসলাম রমজান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিয়াজুল ইসলাম মাসুম জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

নাটোর সদর উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে মো. শরিফুর রহমান সুমন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কামরুন্নাহার কাজল নির্বাচিত হয়েছেন।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বেসরকারিভাবে আনিছুর রহমান লিখন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হক রোজী নির্বাচিত হয়েছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হন দেলোয়ার হোসেন পাশা।

নলডাঙ্গা উপজেলা নির্বাচনে প্রকৌশলী রবিউল ইসলাম চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মর্মে ঘোষণা দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার আব্দুস সালাম। তবে নারী ও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে রাত সাড়ে ১২টা পর্যন্ত কারও নাম ঘোষণা করেননি তিনি।

এর আগে বুধবার সকালে নাটোরের তিন উপজেলায় ৩০২ ভোটকেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত