Ajker Patrika

স্টাডি ট্যুরে ছাদ থেকে পড়ে কাশ্মীরি মেডিকেলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯: ১৮
স্টাডি ট্যুরে ছাদ থেকে পড়ে কাশ্মীরি মেডিকেলছাত্রীর মৃত্যু

সিরাজগঞ্জে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী খুশবু মানজুর (২১) নামে এক ভারতীয় কাশ্মীরি নাগরিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত খুশবু মানজুর ভারতের জম্মু কাশ্মীরের মানজুর আহম্মদ তারাইয়ের মেয়ে। তাঁর বড় ভাই খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি চিকিৎসক আদিল মানজুর।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান বলেন, গতকাল মঙ্গলবার সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ভারতের কাশ্মীরি নাগরিক খুশবু মানজুরসহ ৪৩ জন শিক্ষার্থী ও ৭ জন শিক্ষক দুই দিনের স্টাডি ট্যুরে শাহজাদপুর পিপিডি রেস্ট হাউসে যান। সেখানে দুপুরে খাবার শেষে খুশবু চারতলা ভবনের ছাদে ওঠেন। একপর্যায়ে তিনি ছাদ থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

এ দুর্ঘটনার কারণ পুলিশ ক্ষতিয়ে দেখছে বলে জানিয়েছেন এনায়েতপুর থানার ওসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত