Ajker Patrika

বাবার বাড়ির পাশে গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালপুর (নাটোর) প্রতিনিধি
আপডেট : ২৫ মার্চ ২০২২, ১৫: ১৪
বাবার বাড়ির পাশে গাছ থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে আমগাছের ডালে শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূর নাম মোছা. সালমা বেগম (৪০)। আজ শুক্রবার সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সালমা বেগম কেশববাড়িয়া গ্রামের তাজউদ্দিন আহমেদের স্ত্রী এবং পার্শ্ববর্তী বড়বড়িয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার মেয়ে। 

স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে নিহতের পারিবারিক সমস্যা চলছিল। শুক্রবার ভোরের দিকে বাবার বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখা যায় সালমাকে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে পরিবারের লোকজন থানায় খবর দিলে সকাল ৭টার দিকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত