আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় কিছু দর্শক চেয়ার, মঞ্চসহ যন্ত্রাংশ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে ডেকোরেটর ও সাউন্ড সিস্টেমের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, জয়পুরহাটের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে কৃতী সংবর্ধনার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলাবাসীর ব্যানারে ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা এবং সঞ্চালনা করেন যমুনা টিভির জয়পুরহাট প্রতিনিধি আব্দুল আলিম। সংবর্ধনা শেষে সন্ধ্যার পর দেশের বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে ‘বাগধারা’ ব্যান্ড রাত সাড়ে ১০টায় পরিবেশনা করবে। তবে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করায় ক্ষুব্ধ দর্শকেরা বাঁশের ব্যারিকেড ভেঙে চেয়ার ও মঞ্চের যন্ত্রাংশ ভাঙচুর করে।
মণ্ডল ডেকোরেটরের মালিক আব্দুল আলিম বলেন, ‘এ ঘটনায় আমার সাড়ে ৪০০ চেয়ারসহ সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) বলেন, ‘কৃতী সংবর্ধনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একটি ছোট ভুল-বোঝাবুঝির কারণে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠান পরিচালনার প্রধান নয়ন হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত কিছু দর্শক ভাঙচুরে লিপ্ত হন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছু উত্তেজিত লোকজন চেয়ার ভাঙচুর করেছে। এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’
জয়পুরহাটের আক্কেলপুরে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় কিছু দর্শক চেয়ার, মঞ্চসহ যন্ত্রাংশ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে ডেকোরেটর ও সাউন্ড সিস্টেমের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, জয়পুরহাটের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে কৃতী সংবর্ধনার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলাবাসীর ব্যানারে ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা এবং সঞ্চালনা করেন যমুনা টিভির জয়পুরহাট প্রতিনিধি আব্দুল আলিম। সংবর্ধনা শেষে সন্ধ্যার পর দেশের বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে ‘বাগধারা’ ব্যান্ড রাত সাড়ে ১০টায় পরিবেশনা করবে। তবে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করায় ক্ষুব্ধ দর্শকেরা বাঁশের ব্যারিকেড ভেঙে চেয়ার ও মঞ্চের যন্ত্রাংশ ভাঙচুর করে।
মণ্ডল ডেকোরেটরের মালিক আব্দুল আলিম বলেন, ‘এ ঘটনায় আমার সাড়ে ৪০০ চেয়ারসহ সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) বলেন, ‘কৃতী সংবর্ধনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একটি ছোট ভুল-বোঝাবুঝির কারণে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠান পরিচালনার প্রধান নয়ন হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত কিছু দর্শক ভাঙচুরে লিপ্ত হন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছু উত্তেজিত লোকজন চেয়ার ভাঙচুর করেছে। এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ে থালা হাতে ভুখা মিছিল করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে এ ভুখা মিছিল বের করা হয়।
৪ মিনিট আগেখুলনা জেলা কারাগারের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন হাজতিকে ঢাকার হাইসিকিউরিটি কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার সকালে পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে তাদের তিনজনকে পাঠানো হয়। এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদের তালিকা পরবর্তী সময়ে ঢাকায় পাঠানো হবে বলে কারা সূত
২৫ মিনিট আগেবিদেশ যেতে না পেরে ক্ষোভে মাইক ভাড়া করে এলাকাবাসীকে গালাগাল করেছেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার এক যুবক। পরে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
২৯ মিনিট আগেবয়সসীমা বাড়ানো, বিশেষ নিয়োগের ব্যবস্থা ও স্বতন্ত্র কোটা পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্রাজুয়েট পরিষদ।
৩৪ মিনিট আগে