আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুরে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় কিছু দর্শক চেয়ার, মঞ্চসহ যন্ত্রাংশ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে ডেকোরেটর ও সাউন্ড সিস্টেমের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, জয়পুরহাটের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে কৃতী সংবর্ধনার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলাবাসীর ব্যানারে ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা এবং সঞ্চালনা করেন যমুনা টিভির জয়পুরহাট প্রতিনিধি আব্দুল আলিম। সংবর্ধনা শেষে সন্ধ্যার পর দেশের বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে ‘বাগধারা’ ব্যান্ড রাত সাড়ে ১০টায় পরিবেশনা করবে। তবে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করায় ক্ষুব্ধ দর্শকেরা বাঁশের ব্যারিকেড ভেঙে চেয়ার ও মঞ্চের যন্ত্রাংশ ভাঙচুর করে।
মণ্ডল ডেকোরেটরের মালিক আব্দুল আলিম বলেন, ‘এ ঘটনায় আমার সাড়ে ৪০০ চেয়ারসহ সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) বলেন, ‘কৃতী সংবর্ধনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একটি ছোট ভুল-বোঝাবুঝির কারণে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠান পরিচালনার প্রধান নয়ন হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত কিছু দর্শক ভাঙচুরে লিপ্ত হন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছু উত্তেজিত লোকজন চেয়ার ভাঙচুর করেছে। এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’
জয়পুরহাটের আক্কেলপুরে কৃতী ব্যক্তিদের সংবর্ধনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় কিছু দর্শক চেয়ার, মঞ্চসহ যন্ত্রাংশ ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এতে ডেকোরেটর ও সাউন্ড সিস্টেমের প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের সূত্রে জানা গেছে, জয়পুরহাটের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মান জানাতে কৃতী সংবর্ধনার আয়োজন করা হয়। আক্কেলপুর উপজেলাবাসীর ব্যানারে ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ কে জি মোস্তফা এবং সঞ্চালনা করেন যমুনা টিভির জয়পুরহাট প্রতিনিধি আব্দুল আলিম। সংবর্ধনা শেষে সন্ধ্যার পর দেশের বিভিন্ন ব্যান্ড দলের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের ভিড়ে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আয়োজকদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে অনুষ্ঠানের শেষ আকর্ষণ হিসেবে ‘বাগধারা’ ব্যান্ড রাত সাড়ে ১০টায় পরিবেশনা করবে। তবে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করায় ক্ষুব্ধ দর্শকেরা বাঁশের ব্যারিকেড ভেঙে চেয়ার ও মঞ্চের যন্ত্রাংশ ভাঙচুর করে।
মণ্ডল ডেকোরেটরের মালিক আব্দুল আলিম বলেন, ‘এ ঘটনায় আমার সাড়ে ৪০০ চেয়ারসহ সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রাংশ মিলিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (সিআইপি) বলেন, ‘কৃতী সংবর্ধনা সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। একটি ছোট ভুল-বোঝাবুঝির কারণে এই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। ভবিষ্যতে আরও বড় আয়োজনের পরিকল্পনা রয়েছে।’
অনুষ্ঠান পরিচালনার প্রধান নয়ন হোসেন বলেন, ‘রাত সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এতে উত্তেজিত কিছু দর্শক ভাঙচুরে লিপ্ত হন। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘অনুষ্ঠান শেষ হওয়ার পর কিছু উত্তেজিত লোকজন চেয়ার ভাঙচুর করেছে। এটি একেবারেই বিচ্ছিন্ন ঘটনা। এ বিষয়ে কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।’
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরমুজ পাম্প এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আজ বুধবার সকালে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।
১ মিনিট আগেহায়দার আলী ভবনের সামনে হাজারো মানুষ, তিন পাশে শিক্ষার্থীদের মানবদেয়াল। দূর থেকে হাজার চোখ উঁকি দিচ্ছে ভবনের দিকে। প্রশিক্ষণ বিমানের আঘাতে এফোঁড়-ওফোঁড় হওয়া ভবনের বিশাল জায়গাজুড়ে দেয়ালে ক্ষত। মেঝের নিচে বিশাল গর্ত। সেই গর্তে জমে রয়েছে পানি। ভবনটির সামনে ছড়ানো-ছিটানো শিক্ষার্থীদের পোড়া বই, লেখা...
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি একাডেমিক ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রশিক্ষণে নিরাপত্তাঝুঁকি এড়াতে ঢাকার বাইরের এয়ারফিল্ডগুলো ব্যবহারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, ঢাকার বাইরে পড়ে থাকা ছয়টি এয়ারফিল্ড সামরিক প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হলে...
১ ঘণ্টা আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তে আহত ও নিহতদের একটি বিস্তারিত তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ও মৃতদের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট ৬৭ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ২৯ জন মৃত্যুবরণ করেছেন।
১ ঘণ্টা আগে