সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজীপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রোববার গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গ্রেপ্তার হযরত আলী কাজীপুর উপজেলার হাজরাহাটি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তাঁর স্ত্রী ববিতা খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা।
ববিতা খাতুনের বাবা বকুল শেখ বলেন, ‘প্রায় দুই বছর আগে হযরত আলীর সঙ্গে ববিতার বিয়ে হয়। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল রোববার ববিতাকে আমাদের বাড়িতে আনার জন্য ওর মা মেয়ে জামাতার বাড়ি যায়।’
বকুল শেখ আরও বলেন, ‘এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে হযরত আলী ও ববিতার মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে হযরত আলী ববিতার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসা শেষে উন্নত চকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
এ ঘটনায় ববিতা খাতুনের বাবা বকুল শেখ বাদী হয়ে স্বামী হযরত আলী, শাশুড়ি চাঁন ভানু ও ননদ বালিকা খাতুনকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেছেন।
কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, ‘সাত মাসের অন্তঃসত্ত্বা ববিতা খাতুন চিকিৎসার জন্য আসলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দগ্ধ হওয়া নারীর পুরো পেট পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কাজীপুর আমলি আদালতের জিআরও মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে হযরত আলীকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি তাঁকে কারাগারে পাঠানো আদেশ দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গৃহবধূ ববিতার শরীরে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় হযরত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জের কাজীপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর শরীরে আগুন দেওয়ার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রোববার গৃহবধূর শরীরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
গ্রেপ্তার হযরত আলী কাজীপুর উপজেলার হাজরাহাটি গ্রামের আব্দুল মালেকের ছেলে। তাঁর স্ত্রী ববিতা খাতুন সাত মাসের অন্তঃসত্ত্বা।
ববিতা খাতুনের বাবা বকুল শেখ বলেন, ‘প্রায় দুই বছর আগে হযরত আলীর সঙ্গে ববিতার বিয়ে হয়। বর্তমানে সে সাত মাসের অন্তঃসত্ত্বা। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গতকাল রোববার ববিতাকে আমাদের বাড়িতে আনার জন্য ওর মা মেয়ে জামাতার বাড়ি যায়।’
বকুল শেখ আরও বলেন, ‘এ সময় তুচ্ছ ঘটনা নিয়ে হযরত আলী ও ববিতার মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই একপর্যায়ে হযরত আলী ববিতার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসা শেষে উন্নত চকিৎসার জন্য তাকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
এ ঘটনায় ববিতা খাতুনের বাবা বকুল শেখ বাদী হয়ে স্বামী হযরত আলী, শাশুড়ি চাঁন ভানু ও ননদ বালিকা খাতুনকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেছেন।
কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মনিরুজ্জামান বলেন, ‘সাত মাসের অন্তঃসত্ত্বা ববিতা খাতুন চিকিৎসার জন্য আসলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দগ্ধ হওয়া নারীর পুরো পেট পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
কাজীপুর আমলি আদালতের জিআরও মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, দুপুরে হযরত আলীকে আদালতে হাজির করে পুলিশ। পরে বিচারক কে এম শাহরিয়ার বাপ্পি তাঁকে কারাগারে পাঠানো আদেশ দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গৃহবধূ ববিতার শরীরে আগুন দেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় হযরত আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘পার্বত্য এলাকার মধ্যে বান্দরবান অনেক পিছিয়ে রয়েছে। তার জন্য সার্বিক উন্নয়নে কাজ করছে এই মন্ত্রণালয়। পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।’ আজ রোববার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদে...
১ মিনিট আগেকুষ্টিয়ার খোকসায় বিয়ের আগের দিন কনের পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বিধান রায়ের বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিকের দাবি, নগদ টাকাসহ তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
২ মিনিট আগেজুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (২১ জুলাই) খাগড়াছড়িতে পদযাত্রা ও সমাবেশ করবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সোমবার সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে সকাল ১০টার দিকে খাগড়াছড়িতে পৌঁছানোর কথা রয়েছে এনসিপির নেতাদের।
৩ মিনিট আগেতাঁরা জানান, গত ৩ জুলাই পঞ্চগড়ে অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ চলাকালে এক বক্তব্যে সারজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানোর জায়গা’ হিসেবে উল্লেখ করেন। ছাত্রনেতাদের ভাষ্য, এই মন্তব্য চরম নিন্দনীয় ও অবমাননাকর।
৭ মিনিট আগে