Ajker Patrika

লাম্পি স্কিন রোগে মারা যাচ্ছে গরু, চিকিৎসায় নেই পর্যাপ্ত ভ্যাকসিন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৩, ১৪: ৫৮
লাম্পি স্কিন রোগে মারা যাচ্ছে গরু, চিকিৎসায় নেই পর্যাপ্ত ভ্যাকসিন

শেরপুরের নালিতাবাড়ীতে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন রোগ। সঠিক চিকিৎসা না পেয়ে এই রোগে আক্রান্ত বেশ কয়েকটি গরু ইতিমধ্যে মারা গেছে। এ ক্ষেত্রে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে বলা হচ্ছে, আক্রান্ত গরুর চিকিৎসার জন্য পর্যাপ্ত ভ্যাকসিন নেই। তাই আক্রান্ত হওয়ার আগেই নিজ উদ্যোগে বেসরকারি কোম্পানির ভ্যাকসিন প্রয়োগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

সরেজমিন উপজেলার নয়াবিল, পলাশীকুড়া, আন্ধারুপাড়াসহ কয়েকটি গ্রামে গিয়ে জানা গেছে, গত সোমবার নয়াবিল ইউনিয়নের দাওয়াকুড়া গ্রামের কৃষক আবু সাইদের একটি বকনা বাছুর মারা গেছে। এর আগে গত ৩ মে একই রোগে আক্রান্ত হয়ে ওই গ্রামের কৃষক আবদুল মতিনের প্রায় ৮০ হাজার টাকা মূল্যের একটি গর্ভবতী গরু এবং আন্ধারুপাড়া গ্রামের কৃষক মনিরুজ্জামান মানিকের প্রায় ৫০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় বাছুর মারা যায়।

ভুক্তভোগীরা বলেন, প্রায় দুই মাস আগে গরুর শরীরে এই লাম্পি স্কিন রোগের দেখা মেলে। এই রোগে আক্রান্ত গরুর শরীরে গুটি বের হয়ে শরীর ফুলে যায়, পচন ধরে ও রক্ত বের হয়। গরুর শরীরে জ্বর থাকে। গরু খাওয়া-দাওয়া ছেড়ে দেয়। সময়মতো সঠিক চিকিৎসা না নিলে গরু মারা যায়। বর্তমানে রোগটি উপজেলার প্রায় সর্বত্র ছড়িয়ে পড়েছে।

লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর পাশে তার মালিকউপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশীকুড়া গ্রামের ক্ষুদ্র খামারি মরিয়ম বেগম বলেন, ‘আমার খামারে ১১টি গরু আছে। এর মধ্যে দেড় বছর বয়সী একটি ষাঁড় বাছুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছে। এখনো সুস্থ হয়ে ওঠেনি। এখন পর্যন্ত তাঁর প্রায় ৬ হাজার টাকার চিকিৎসা দেওয়া হয়েছে। খামারের বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি।’

আন্ধারুপাড়া গ্রামের লালচান মিয়ার তিনটি ষাঁড় আক্রান্ত হলে চিকিৎসায় একটি সুস্থ হয়েছে, বাকি দুটির চিকিৎসা চলছে। এ ছাড়া ওই এলাকার কৃষক রুহুল আমীনের একটি, মুনসুর আলীর একটি ও পলাশীকুড়া গ্রামের কৃষাণী আম্বিয়া খাতুনের একটি গরুর চিকিৎসা চলছে। তাঁরা বলেন, এই লাম্পি স্কিন রোগ যাতে আর না ছড়ায়, সে জন্য দ্রুত আক্রান্ত এলাকার গবাদিপশুকে সরকারিভাবে ভ্যাকসিন প্রয়োগ করা দরকার।

এ ব্যাপারে জানতে চাইলে নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফায়জুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লাম্পি স্কিন রোগটি মাছির মাধ্যমে ছড়ায়। সরকারিভাবে এই রোগের পর্যাপ্ত ভ্যাকসিন নেই। তাই এই রোগে আক্রান্ত গবাদিপশুকে আলাদা করে মশারির ভেতরে রাখতে হবে। তা ছাড়া আক্রান্ত হওয়ার আগেই নিজ উদ্যোগে বেসরকারি কোম্পানির ভ্যাকসিন প্রয়োগ করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত