Ajker Patrika

৭৮ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি
৭৮ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার

শেরপুরের ঝিনাইগাতীতে অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ মো. শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকাল নয়টার দিকে উপজেলার কাংশা ইউনিয়নের নকশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

আটক শফিকুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার মাঝরাকুড়া কড়ইতলা গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

পুলিশ বলছে, সোমবার সকাল নয়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়ার নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সঙ্গীয় পুলিশ সদস্যসহ কাংশা ইউনিয়নের নকশী ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৭৮ হাজার ৫০০ টাকার জাল নোটসহ শফিকুলকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে এক হাজার টাকার ৪৯টি ও ৫০০ টাকার ৫৯টি জাল নোট উদ্ধার করা হয়। পরে তার নামে মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাঁকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত