জাককানইবি প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘সারা জীবন রবীন্দ্রনাথ ও নজরুলের বচন ও লেখনে ওপর মানুষের আস্থা এবং ভরসা রাখতে হবে। একজন বলেছেন “মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” অপরজন বলেছেন “মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ”। এটাই তাঁদের জীবনদর্শন। আমাদের সেটা ধারণ করতে হবে।’
আজ রোববার সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে রবীন্দ্র নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ‘২২ শ্রাবণ কিংবা ১২ ভাদ্র এই দিনগুলো তখনই সার্থক হবে যদি আমরা তাঁদের আদর্শ আমাদের জীবনে কিছুটা হলেও ধারণ করতে পারি। মানুষের ওপর যে আস্থা সেটি রাখতে হবে। এখানে কোনো জাত নেই, পাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই, উচ্চতা নেই। শুধু মানুষ পরিচয়ই বড়। আমাদের নানা বিদ্যা নানা কিছু শেখাবে, নানা বিভক্তি শেখাবে, পৃথক করবে। কিন্তু রবীন্দ্রনাথ ও নজরুলের যে বক্তব্য সেটা হচ্ছে সার্বিক অর্থে মানবজাতির যদি কল্যাণ না করা যায় তাহলে আমাদের বেঁচে থাকার কোনো যৌক্তিকতা নেই। মানুষে মানুষে বিভক্তি করে যে বাঁচা যায়, সে বাঁচা শান্তির বাঁচা নয়। বেঁচে থাকা শান্তিময় হবে যদি আমরা মানুষে মানুষে যে সম্পর্ক সেটিকে আরও সুদৃঢ় করতে পারি, অন্য কোনো কিছুতে নয়।’
উপাচার্য আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল ছিলেন বাঙালি জাতির দুই মনীষী। কোনো জাতিতে যদি মনীষী জন্মগ্রহণ না করে তাহলে ওই জাতি বিশ্ব দরবারে কোনো অবদান রাখতে পারে না। মহামানব যে দেশে জন্মগ্রহণ করে না, সে দেশ একেবারে তলানিতে থাকে। চিন্তাচেতনা আবিষ্কারে কোনো কিছুই আগায় না। বাঙালির মধ্যে বড় মাপের মানুষ নাই বললেই চলে। যারা জন্মেছেন তাঁরাও সাম্প্রতিক কালে, এক শ বা দু শ বছর আগে। পৃথিবীর ইতিহাসে এক শ বা দু শ বছর কিছুই না। তাহলে বাঙালি একটা বড় জাতি হবে কী করে? তবে আমাদের এখন মনীষী জন্মগ্রহণ শুরু করেছেন। তাঁদের যথাযথ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে।’
শিক্ষার্থীদের জীবনে রবীন্দ্র ও নজরুল দর্শনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল তাঁদের জীবনে সার্টিফিকেট ছিল না। কিন্তু তাঁরা বড় মানুষ হয়েছিলেন। কারণ তাঁরা জীবনের পাঠ নিয়েছেন। আমাদের সার্টিফিকেট আছে, অথচ আমরা জীবনের পাঠ নিইনি। রবীন্দ্রনাথ ও নজরুল এমন দুজন মানুষ যারা আমাদের খাদ্য দেন না, বস্ত্র দেনা কিন্তু তাঁরা আমাদের মানুষ হতে শেখান। আমরা যেন তাঁদের আদর্শ খানিকটা হলেও গ্রহণ করি। কেননা পশুর সঙ্গে মানুষের পার্থক্য হল-মানুষ স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। মানুষ চিন্তা করতে পারেন ও চিন্তার প্রয়োগ করতে পারেন।’
বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন, রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উদ্যাপন কমিটির সদস্য ড. মো. তুহিনুর রহমান। সঞ্চালনা করেন, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবদুল হালিমসহ শিক্ষক ও কর্মকর্তারা।
আলোচনা সভা শুরুর আগে রবীন্দ্র ও নজরুলের প্রতিকৃতিতে পুষ্পান্জলি অর্পণ ও জাতীয় সংগীত গাওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘সারা জীবন রবীন্দ্রনাথ ও নজরুলের বচন ও লেখনে ওপর মানুষের আস্থা এবং ভরসা রাখতে হবে। একজন বলেছেন “মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান” অপরজন বলেছেন “মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ”। এটাই তাঁদের জীবনদর্শন। আমাদের সেটা ধারণ করতে হবে।’
আজ রোববার সকালে প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে রবীন্দ্র নজরুল প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপাচার্য বলেন, ‘২২ শ্রাবণ কিংবা ১২ ভাদ্র এই দিনগুলো তখনই সার্থক হবে যদি আমরা তাঁদের আদর্শ আমাদের জীবনে কিছুটা হলেও ধারণ করতে পারি। মানুষের ওপর যে আস্থা সেটি রাখতে হবে। এখানে কোনো জাত নেই, পাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই, উচ্চতা নেই। শুধু মানুষ পরিচয়ই বড়। আমাদের নানা বিদ্যা নানা কিছু শেখাবে, নানা বিভক্তি শেখাবে, পৃথক করবে। কিন্তু রবীন্দ্রনাথ ও নজরুলের যে বক্তব্য সেটা হচ্ছে সার্বিক অর্থে মানবজাতির যদি কল্যাণ না করা যায় তাহলে আমাদের বেঁচে থাকার কোনো যৌক্তিকতা নেই। মানুষে মানুষে বিভক্তি করে যে বাঁচা যায়, সে বাঁচা শান্তির বাঁচা নয়। বেঁচে থাকা শান্তিময় হবে যদি আমরা মানুষে মানুষে যে সম্পর্ক সেটিকে আরও সুদৃঢ় করতে পারি, অন্য কোনো কিছুতে নয়।’
উপাচার্য আরও বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল ছিলেন বাঙালি জাতির দুই মনীষী। কোনো জাতিতে যদি মনীষী জন্মগ্রহণ না করে তাহলে ওই জাতি বিশ্ব দরবারে কোনো অবদান রাখতে পারে না। মহামানব যে দেশে জন্মগ্রহণ করে না, সে দেশ একেবারে তলানিতে থাকে। চিন্তাচেতনা আবিষ্কারে কোনো কিছুই আগায় না। বাঙালির মধ্যে বড় মাপের মানুষ নাই বললেই চলে। যারা জন্মেছেন তাঁরাও সাম্প্রতিক কালে, এক শ বা দু শ বছর আগে। পৃথিবীর ইতিহাসে এক শ বা দু শ বছর কিছুই না। তাহলে বাঙালি একটা বড় জাতি হবে কী করে? তবে আমাদের এখন মনীষী জন্মগ্রহণ শুরু করেছেন। তাঁদের যথাযথ শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে।’
শিক্ষার্থীদের জীবনে রবীন্দ্র ও নজরুল দর্শনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুল তাঁদের জীবনে সার্টিফিকেট ছিল না। কিন্তু তাঁরা বড় মানুষ হয়েছিলেন। কারণ তাঁরা জীবনের পাঠ নিয়েছেন। আমাদের সার্টিফিকেট আছে, অথচ আমরা জীবনের পাঠ নিইনি। রবীন্দ্রনাথ ও নজরুল এমন দুজন মানুষ যারা আমাদের খাদ্য দেন না, বস্ত্র দেনা কিন্তু তাঁরা আমাদের মানুষ হতে শেখান। আমরা যেন তাঁদের আদর্শ খানিকটা হলেও গ্রহণ করি। কেননা পশুর সঙ্গে মানুষের পার্থক্য হল-মানুষ স্বপ্ন দেখতে পারেন, স্বপ্ন বাস্তবায়ন করতে পারেন। মানুষ চিন্তা করতে পারেন ও চিন্তার প্রয়োগ করতে পারেন।’
বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিনের সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য দেন, রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ূন কবীর। ধন্যবাদ জ্ঞাপন করেন, রবীন্দ্র-নজরুল প্রয়াণ দিবস উদ্যাপন কমিটির সদস্য ড. মো. তুহিনুর রহমান। সঞ্চালনা করেন, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আবদুল হালিমসহ শিক্ষক ও কর্মকর্তারা।
আলোচনা সভা শুরুর আগে রবীন্দ্র ও নজরুলের প্রতিকৃতিতে পুষ্পান্জলি অর্পণ ও জাতীয় সংগীত গাওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
সংসদীয় আসন পুনর্বিন্যাসে দুই ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বুধবার তৃতীয় দিনের অবরোধ কর্মসূচি চলছে। আজকের কর্মসূচিকে ঘিরে উপজেলা পরিষদ কার্যালয়ের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য।
১৩ মিনিট আগেপটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
১ ঘণ্টা আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
২ ঘণ্টা আগে