নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সহোদরেরা হলেন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। গত শুক্রবার বিকেলে তাঁরা চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।
দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ গিয়ে ধানখেত থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় এবং নদীর বিভিন্ন স্থানে নদীর পাড় উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। শুক্রবার বিকেলে পানির স্রোত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের সহোদর ভাই হাতেম ও আলমগীর।
গতকাল শনিবার বিকেলে পানি কিছুটা কমে আসায় সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী কুতুবাকুড়া গ্রামের ধানখেতে দুই সহোদরের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে গত শুক্রবার বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগমের (৪৫)। একই দিন সন্ধ্যায় খলিসাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী (৮০)। নিখোঁজ রয়েছেন আরও একজন।
শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সহোদরেরা হলেন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। গত শুক্রবার বিকেলে তাঁরা চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।
দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ গিয়ে ধানখেত থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় এবং নদীর বিভিন্ন স্থানে নদীর পাড় উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। শুক্রবার বিকেলে পানির স্রোত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের সহোদর ভাই হাতেম ও আলমগীর।
গতকাল শনিবার বিকেলে পানি কিছুটা কমে আসায় সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী কুতুবাকুড়া গ্রামের ধানখেতে দুই সহোদরের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে গত শুক্রবার বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগমের (৪৫)। একই দিন সন্ধ্যায় খলিসাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী (৮০)। নিখোঁজ রয়েছেন আরও একজন।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
৩ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৩ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
৩ ঘণ্টা আগে