নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সহোদরেরা হলেন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। গত শুক্রবার বিকেলে তাঁরা চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।
দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ গিয়ে ধানখেত থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় এবং নদীর বিভিন্ন স্থানে নদীর পাড় উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। শুক্রবার বিকেলে পানির স্রোত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের সহোদর ভাই হাতেম ও আলমগীর।
গতকাল শনিবার বিকেলে পানি কিছুটা কমে আসায় সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী কুতুবাকুড়া গ্রামের ধানখেতে দুই সহোদরের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে গত শুক্রবার বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগমের (৪৫)। একই দিন সন্ধ্যায় খলিসাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী (৮০)। নিখোঁজ রয়েছেন আরও একজন।
শেরপুরের নালিতাবাড়ীতে পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হওয়া দুই ভাইয়ের লাশ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সহোদরেরা হলেন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের বাছির উদ্দিনের ছেলে হাতেম আলী (৩০) ও আলমগীর (১৬)। গত শুক্রবার বিকেলে তাঁরা চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করা পানির স্রোতে ভেসে নিখোঁজ হন।
দুই ভাইয়ের লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন। তিনি বলেন, ‘পুলিশ গিয়ে ধানখেত থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।’
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার চেল্লাখালী ও ভোগাই নদীর বিভিন্ন অংশে বাঁধ ভেঙে যায় এবং নদীর বিভিন্ন স্থানে নদীর পাড় উপচে লোকালয়ে পানি প্রবেশ করে। শুক্রবার বিকেলে পানির স্রোত থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় ভেসে গিয়ে নিখোঁজ হন নন্নী ইউনিয়নের অভয়পুর গ্রামের সহোদর ভাই হাতেম ও আলমগীর।
গতকাল শনিবার বিকেলে পানি কিছুটা কমে আসায় সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী কুতুবাকুড়া গ্রামের ধানখেতে দুই সহোদরের লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে ওই দিন রাতে পুলিশ লাশ উদ্ধার করে।
এদিকে গত শুক্রবার বন্যার পানিতে ডুবে মৃত্যু হয় নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় বালুরচর গ্রামের মানিক মিয়ার স্ত্রী ওমিজা বেগমের (৪৫)। একই দিন সন্ধ্যায় খলিসাকুড়া গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যান বৃদ্ধ ইদ্রিস আলী (৮০)। নিখোঁজ রয়েছেন আরও একজন।
বিসিএস প্রশাসন কল্যাণ সমিতির ভবনে দুস্কৃতকারিদের বোমা হামলায় একজন নিহত ও একজন গুরুতর আহত উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে গণমাধ্যমে যে বিবৃতিটি এসেছে— তা ভুল তথ্যের ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে।
৭ মিনিট আগেমোরেলগঞ্জে ঘের নিয়ে সালিসে হাতাহাতিতে আহত কৃষক মহিউদ্দিন মহারাজের (৫০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় আজ শনিবার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সামনে থেকে মো. মিজানুর রহমান নামে সাবেক এক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।
১৬ মিনিট আগেরাজশাহীর দুর্গাপুরে গত ২৪ ঘণ্টায় ৮ জন বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাঁদের মধ্যে দুজন নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পাইকড়তলী গ্রামের ওয়াশিমের স্ত্রী জান্নাতুন (২৮) এবং উপজেলার তেবিলা গ্রামের রেন্টুর স্ত্রী তহমিনা (৩২)।
২৬ মিনিট আগেবাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ঢাকার প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য (সিনিয়র জেলা জজ) সৈয়দা হোসনে আরা বেগম এবং মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারজানা ইয়াসমিন।
২৭ মিনিট আগে