দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'
জামালপুরের দেওয়ানগঞ্জে হঠাৎ করেই কাঁচা মরিচ আর পেঁয়াজের দাম দ্বিগুণ হারে বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের মানুষদের তা কিনতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তাঁরা।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচাবাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগেও পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৩০-৩৫ টাকায় আর কাঁচা মরিচ বিক্রি হতো ৫০-৬০ টাকায়। আর খোলা বাজারে পেঁয়াজ বিক্রি হতো ৪০-৪২, কাঁচা মরিচ বিক্রি হতো ৭০-৮০ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে সেই পেঁয়াজের দাম বেড়ে উপজেলার বিভিন্ন খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৫ টাকা দরে আর কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ভোগান্তিতে পড়েছে অঞ্চলের ক্রেতারা।
এ বিষয়ে উপজেলার পৌর শহরের আকন্দপাড়া এলাকার বাসিন্দা ক্রেতা কাজী শফিকুল ইসলাম বলেন, `হঠাৎ করে পেঁয়াজ ও মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় তা কিনতে হিমশিম খাচ্ছি। নিত্যপ্রয়োজনীয় এসব পণ্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাচ্ছি।'
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মো. সবদুল হক বলেন, সীমিত পেনশনের টাকায় এমনিতেই টেনেটুনে সংসার চলে। এরই মধ্যে হঠাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেলে অসহায় হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। মরিচ-পেঁয়াজের মূল্য বৃদ্ধির পর থেকে তা আর কিনছেন না। এ ব্যাপারে প্রশাসনের বাজার মনিটরিংয়ের দাবি জানান তিনি।
দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের খুচরা বিক্রেতা মিজান বলেন, `আড়তদারদের কাছ থেকে কয়েক দিন আগে পেঁয়াজ-মরিচ যে দামে কিনেছি, এখন তা দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। বেশি দামে কিনলে তো বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় থাকে না।'
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ বাজারের কাঁচামালের পাইকারি বিক্রেতা ফারুক ট্রেডার্সের মালিক মো. ফারুক হোসেন বলেন, `পাবনার পাইকারি হাট থেকে মরিচ-পেঁয়াজ কিনে এনে দেওয়ানগঞ্জ বাজারে পাইকারি বিক্রি করি। পাবনার পাইকারি মোকামে আগের চেয়ে বেশি দামে মরিচ-পেঁয়াজ কিনতে হচ্ছে বিধায় এখানে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।'
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মুন মুন জাহান লিজা আজকের পত্রিকাকে বলেন, `মরিচ-পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধান করছি। শিগগিরই বাজার মনিটরিং করা হবে। বাজার মনিটরিং করতে এরই মধ্যে উপজেলার সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।'
রাজধানীর বনানী এলাকা থেকে দুর্জয় শীল নামে এক সেনা সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। সোমবার রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল সারোয়ার।
২৩ মিনিট আগেরাজধানীর উত্তরায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে মো. ইব্রাহিম (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আলীম উল্লাহ (২৩) ও মো. শাকিল (২০) নামের আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ১৩ নম্বর প্লটের নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে...
২৬ মিনিট আগেসামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় উত্তরখানের একটি স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রী (১৪) ও ইস্রাফিল উদ্দিন ভূঁইয়ার (১৯)। পরিচয়ের একপর্যায়ে ইস্রাফিল ওই কিশোরীকে কু-প্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়া তাঁকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল। এ ঘটনায় অভিযুক্ত ইস্রাফিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ মিনিট আগেখুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবি করে কুশপুত্তলিকা দাহ করেন তারা। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ হয়।
১ ঘণ্টা আগে