Ajker Patrika

বস্তা পাল্টে সরকারি চাল বিক্রির চেষ্টা, অভিযানে মিলল ৩ টন চাল

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫: ৩২
শেরপুরে অভিযান চালিয়ে বিনা মূল্যে বিতরণের ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করে যৌথবাহিনী। ছবি: আজকের পত্রিকা
শেরপুরে অভিযান চালিয়ে বিনা মূল্যে বিতরণের ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করে যৌথবাহিনী। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে বিনা মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) প্রায় ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় আজ রোববার দুপুরে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের হাতিআগলা গ্রামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ সময় তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় বস্তায় ভর্তি বিনা মূল্যে বিতরণের প্রায় ১ হাজার কেজি চাল বহনকারী দুটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তারা।

পরে অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে একই ইউনিয়নের হাতিআগলায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায় কয়েক যুবক। পরে সেখান থেকে ১ হাজার ৮৭০ কেজি চাল এবং সরকারি খাদ্যগুদামের খালি বস্তা জব্দ করা হয়।

এ ঘটনায় রোববার দুপুরে সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম হাতিআগলা গ্রামের আব্দুল হকের ছেলে মো. শাহজাহান মিয়াসহ (৩৪) অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে জানান, হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল সরকারি পাটের বস্তা পরিবর্তন করে প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রির প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে যৌথ বাহিনীর অভিযানে ওই সব চাল জব্দ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত