Ajker Patrika

দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ প্রায় ২৯ ঘণ্টা পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় পুকুরিয়াকান্দা গ্রামের এক ছেলে ঘটনাস্থল কামারখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। 

নিহত জিহাদ (১৪) উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ভবদেবপাড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৩ এপ্রিল) সে ঢাকা থেকে বাড়িতে আসে। সোমবার (৪ এপ্রিল) সকালে সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেলে স্থানীয়দের সঙ্গে নদীতে লাকড়ি ধরতে নামে জিহাদ। লাকড়ি ধরার একপর্যায়ে দুপুর ১২টায় সে নিখোঁজ হয়। বিষয়টি স্থানীয়রা দেখে জিহাদের পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধার কাজ চালায়। আজ মঙ্গলবার ডুবুরি ও ফায়ার সার্ভিস কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর ব্যর্থ হয়ে চলে যায়। পরে একই উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের এক ছেলে খোঁজাখুঁজি শুরু করলে ঘটনাস্থল কামারখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। 

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকার মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত