Ajker Patrika

দেওয়ানগঞ্জ পৌর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
দেওয়ানগঞ্জ পৌর পরিষদ বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার পৌর পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দেওয়ানগঞ্জ পৌরসভার পৌর পরিষদ বিলুপ্ত করে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফাকে প্রশাসক নিয়োগ করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তৎকালীন মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম পাঁচ নম্বরে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের সঞ্চালক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লার গালে থাপ্পড় দেন। এ ঘটনায় ওই শিক্ষা কর্মকর্তার করা মামলায় তৎকালীন পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করে র‍্যাব। স্থানীয় সরকার বিভাগ এই কারণে পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে। পরে ৪ জানুয়ারি প্যানেল মেয়র নুরে আলম সিদ্দিকী জুয়েলকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ আমাকে দেওয়ানগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক নিয়োগ করেছে। আমি আমার দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে সচেষ্ট থাকব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত