Ajker Patrika

গ্রাম পুলিশকে পেটানো সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৭: ৩৬
গ্রাম পুলিশকে পেটানো সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদে দুই গ্রাম পুলিশকে পেটানোর ঘটনায় সেই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় গ্রাম পুলিশ বিমল চন্দ্র বাদী হয়ে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সোহানুর রহমান শাহীনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে যুবলীগ নেতার ছোট ভাই শাকিলকে আসামি করা হয়। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে যুবলীগ নেতা শাহীনের ছোট ভাই শাকিলের সঙ্গে গ্রাম পুলিশ বুলেটের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে শাহীন ঘটনাস্থলে এসে দুই গ্রাম পুলিশকে মারধর করেন। এতে মাহমুদপুরের চিমুর ছেলে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বুলেট (৩০) ও সুরেনের ছেলে গ্রাম পুলিশ বিমল চন্দ্র (৪০) আহত হন। পরে তাঁরা জামালপুর সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

এ বিষয়ে কথা হয় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম খোকনের সঙ্গে। অভিযুক্ত শাহীনের বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘উপজেলা থেকে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে। কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা পেলেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, বুধবার সন্ধ্যায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত