Ajker Patrika

মধ্যরাতে ছাত্রীকে চা খেতে ডাকা শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

জাককানইবি প্রতিনিধি
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৮: ৪৭
মধ্যরাতে ছাত্রীকে চা খেতে ডাকা শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

যৌন হয়রানির দায়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কার চেয়ে আবারও প্রশাসনিক ভবনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় তদন্ত কমিটির কাজের সময় বেঁধে না দেওয়া এবং দুই শিক্ষকের নাম আসলেও একজনের বিরুদ্ধে তদন্ত করায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

ফের দুপুর ১২ থেকে ২টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। তাঁরা অভিযুক্ত শিক্ষকদের বহিষ্কার চেয়েছেন। এ সময় তদন্ত কমিটির কাজের সময় বেঁধে না দেওয়া এবং দুই শিক্ষকের নাম আসলেও একজনের বিরুদ্ধে তদন্ত করায় ক্ষোভ প্রকাশ করেন। 

শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আজকের পত্রিকাএ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে তর্কে জড়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। তখন শিক্ষার্থীরা তাঁকে ‘দালাল’ বলে দুয়োধ্বনি দেন।

এ সময় আন্দোলনকারীরা বলেন, ‘আমরা দুই শিক্ষকের বিরুদ্ধে তথ্যপ্রমাণসহ অভিযোগ করলেও তদন্ত কমিটিতে রেজুয়ান আহমেদ শুভ্রের নাম প্রকাশ করা হয়নি। এ ছাড়া তদন্ত কমিটির রিপোর্ট প্রতিবেদন জমার কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। অভিযুক্ত শিক্ষক সাজন সাহা এবং বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে।’  

গতকাল বুধবার তিন সদস্যের ‘উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি’ গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রেজিস্ট্রারের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। 

ট্রেজারার ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আতাউর রহমানকে আহ্বায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য দুই সদস্য হলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ও সিন্ডিকেট সদস্য উম্মে সালমা তানজিয়া এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য ড. এ কে এম আব্দুর রফিক।

উল্লেখ্য, ৪ মার্চ শিক্ষক সাজন সাহার বিরুদ্ধে ফেসবুকে প্রথম হেনস্তার বিষয়টি সামনে আসে। তাঁর বিরুদ্ধে মধ্যরাতে চা পানের নিমন্ত্রণ, অঙ্ক বোঝাতে ব্যক্তিগত চেম্বারে ডাকা ও প্রস্তাবে সাড়া না দেওয়ায় নম্বর কমিয়ে দেওয়া এবং থিসিস রিপোর্ট তৈরিতে হয়রানি করার অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত