Ajker Patrika

পাঁচ যুবককে হেনস্তা করা সেই এএসপিকে সংবর্ধনা দিয়ে বিদায়

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
আপডেট : ০৫ মে ২০২৫, ২৩: ১৯
বদলি হওয়া জামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। ছবি: সংগৃহীত
বদলি হওয়া জামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাস। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিত দাসকে অবশেষে বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচ যুবককে হেনস্তা করার অভিযোগ রয়েছে। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছেন।

আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে ইসলামপুর সার্কেলের এএসপির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এএসপি অভিজিত দাস। এর আগে গতকাল রোববার রাত ১১টার দিকে ইসলামপুর থানা চত্বরে এএসপি অভিজিত দাসকে বদলিজনিত সংবর্ধনাও দেয় থানা-পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ অক্টোবর ইসলামপুর সার্কেলে এএসপি পদে যোগ দেন অভিজিত দাস। অভিযোগ রয়েছে, থানা ও পুলিশ তদন্তকেন্দ্রের তদারকির দায়িত্বে থাকা এএসপি অভিজিত দাস সেহরিতে মাইকিং করার দায়ে পাঁচ যুবককে হেনস্তা করেন।

জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, ‘ইসলামপুর সার্কেল থেকে অভিজিত স্যার বদলি হয়েছেন। তিনি কক্সবাজারের চকরিয়া সার্কেলে যোগদান করবেন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ মার্চ সেহরি খেতে লোকজনকে ঘুম থেকে জাগাতে মাইকিং করার দায়ে এএসপি অভিজিত দাসের হেনস্তা হওয়ার অভিযোগ তুলেছিলেন ভুক্তভোগী পাঁচ যুবক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত