Ajker Patrika

হুমায়ূন আহমেদের জন্মভূমিতে ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

নেত্রকোনা প্রতিনিধি
হুমায়ূন আহমেদের জন্মভূমিতে ৭৩ তম জন্মবার্ষিকী পালিত

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে লেখকের নিজ জেলা নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। হলুদ পোশাকে হিমু আর নীল শাড়িতে রুপাদের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের সাতপাই নদীর পাড় থেকে শুরু হয়ে মুক্তারপাড়া মাঠের মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর হিমু, রুপা চরিত্রের জনক, প্রিয় লেখকের জন্মদিনের কেক কাটা হয়। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক সন্ধ্যার। 

হিমু পাঠক আড্ডা আয়োজিত এ জন্মবার্ষিকী অনুষ্ঠান মোবাইলে উদ্বোধন করেন দেশবরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার। আনন্দ শোভাযাত্রার উদ্বোধক অধ্যাপক যতীন সরকার বলেন, হুমায়ূন আহমেদ স্বাধীনতা পরবর্তী বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক। তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পরেই খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। তাঁর লেখা আজও তরুণ সমাজের কাছে অত্যন্ত প্রিয়। 

অধ্যাপক মতীন্দ্র সরকার বলেন, হুমায়ূন আহমেদ তাঁর উপন্যাসে একটি চরিত্র সৃষ্টি করেছিলেন, হিমু। প্রত্যেকের জীবন যেন হিমুর মতোই আনন্দময় হয় এই প্রত্যাশা করছি তাঁর জন্মদিনে। 

হুমায়ূন আহমেদের ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে র‍্যালিপুলিশ সুপার আকবর আলী মুনশি বলেন, নেত্রকোনা একটি আলোকিত জেলা। এখানে অনেক আলোকিত মানুষের জন্ম হয়েছে। হিমু পাঠক আড্ডার মধ্য দিয়ে নেত্রকোনায় আরও আলোকিত মানুষের জন্ম হবে। 

জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, হুমায়ূন আহমেদ নেত্রকোনার মাটিতে জন্মগ্রহণ করেছেন। এমন কৃতি সন্তানকে জন্ম দিয়ে নেত্রকোনার মাটি ধন্য। তাঁকে স্মরণ করে এই আয়োজন করায় হিমু আড্ডাকে ধন্যবাদ জানাই। 

জন্মদিনের হিমু ও রুপাদের সঙ্গে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মতীন্দ্র সরকার, জেলা পুলিশ সুপার আকবর আলী মুনশি, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, কবি তানভীর জাহান চৌধুরী, সুজনের সভাপতি স্বপন পাল প্রমুখ। 

প্রসঙ্গত, হিমু আড্ডার পক্ষ থেকে সাংবাদিক কল্পনা আক্তার হুমায়ূন আহমেদের একটি ম্যুরাল নেত্রকোনায় স্থাপনের দাবি জানান। জেলা প্রশাসক বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে জানিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত