Ajker Patrika

পরীক্ষায় ফেল করে নীরব, পরদিন ঘরে ঝুলন্ত লাশ

নেত্রকোনা প্রতিনিধি
পরীক্ষায় ফেল করে নীরব, পরদিন ঘরে ঝুলন্ত লাশ

নেত্রকোনা শহরের নাগড়া এলাকায় বিপুল দাস (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর শহরের নাগড়া সাহাপাড়া এলাকা থেকে বিপুল দাসের লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের লোকজন ও পুলিশ জানায়, এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের পর বিপুল দাস আত্মহত্যা করেন। ধারণা করা হচ্ছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া মেনে নিতে পারেননি তিনি।

বিপুল দাস পৌর শহরের নাগড়া সাহাপাড়া এলাকার শ্যামল দাসের ছেলে। তিনি আবু আব্বাছ ডিগ্রি কলেজ থেকে এবার মানবিক শাখায় এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এক বিষয়ে অকৃতকার্য হন বিপুল।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিপুল দাস এইচএসসিতে ফেল করার খবর পাওয়ার পর থেকে পরিবারের কারও সঙ্গে কথা বলছিলেন না। আজ বৃহস্পতিবার সকালে তাঁর ব্যবসায়ী বাবা দোকানে যান। মা প্রতিবেশী একজনের বাসায় যান। সকাল পৌনে ১০টার দিকে মা ঘরে এসে বিপুলের ঝুলন্ত লাশ দেখেন। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আবু আব্বাছ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নাজমুল কবীর সরকার বলেন, ‘পরীক্ষায় ফেল করলে জীবন কারও থেমে যায় না। তা ছাড়া বোর্ডে খাতা চ্যালেঞ্জ করারও সুযোগ আছে। কিন্তু কিছু না বুঝেই সে এমন ঘটনা ঘটিয়ে ফেলল। বিষয়টি খুবই হৃদয়বিদারক। এমন ঘটনা যেন আর কারও ক্ষেত্রে না ঘটে।’

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, বিষয়টি খুবই মর্মান্তিক। পরীক্ষায় আশানুরূপ ফল করতে না পারা মানে জীবন শেষ হয়ে যাওয়া নয়। এ কারণে তো বটেই, কোনো কারণেই আত্মহত্যা কাম্য নয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত