Ajker Patrika

৬ কোটি টাকায় মেরামত, চার মাস না পেরোতেই ব্রিজের সংযোগ সড়ক ধস

দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
৬ কোটি টাকায় মেরামত, চার মাস না পেরোতেই ব্রিজের সংযোগ সড়ক ধস

গত বছরের জুনে জামালপুরের ইসলামপুর হেড কোয়ার্টার থেকে ঝগড়ারচর বাজার পর্যন্ত পৌনে ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের পাকা সড়ক মেরামতের কাজ শুরু হয়। এতে ব্যয় ধরা হয় ৬ কোটি ২ লাখ ৬৬ হাজার ৬৯৮ টাকা। চলতি বছরের মে মাসে সড়ক মেরামতের কাজ শেষ হয়। সড়কের মেরামত কাজ সম্পন্ন করে এলই অ্যান্ড এম ডব্লিউ (জেভি) নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। 

চার মাস না পেরোতেই বন্দেআলী ব্রিজের সংযোগ সড়কের মাটি ধসে গিয়েছে। এছাড়াও সড়কের বেশ কয়েক জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে গত এক সপ্তাহ ধরে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। তাঁরা ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে দ্রুত সড়ক মেরামতের দাবি জানিয়েছেন। 
 
সরেজমিনে দেখা যায়, ইসলামপুর-ঝগড়ারচর বাজার সড়কে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের টুংরাপাড়া মানিকনগর এলাকায় বন্দেআলী ব্রিজের পশ্চিম পাশে সংযোগ সড়কের মাটি ধসে গিয়েছে। চলার অনুপযোগী হওয়ায় সড়কে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। 

এছাড়া বিভিন্ন স্থানে সড়কে ভাঙন ধরেছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে সড়কে ছোট বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কটির প্রথমাংশে ইসলামপুর হেড কোয়ার্টারস্থ বঙ্গবন্ধু মোড় এলাকায় অন্তত ৩০০ মিটার সড়কজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে এরই মধ্যে ইট-খোয়া উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে। একই চিত্র দেখা গেছে, বটচর, পোড়ারচর বাজার, চনন্দনপুর, কড়ইতলা মোল্লা বাজারসহ সড়কের বিভিন্ন স্থানে। ফলে ইসলামপুরের সদরের সঙ্গে গাইবান্ধা ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ দুর্ভোগে রয়েছেন। 

স্থানীয় আব্দুল করিম ফটিক, সুজন, আজগর, হুদা মিয়া বলেন, 'সড়কটি মেরামত কাজ করা হয় কয়েক মাস আগে। কিন্তু নিম্নমানের মেরামতের কাজ করায় অল্প সময়ের মধ্যে সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়াসহ বন্দেআলী ব্রিজের সংযোগ ধসে গেছে। এতে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।' 

ট্রাক চালক আবু সামা বলেন, 'ব্রিজের সংযোগ সড়ক ধসে যাওয়ায় ট্রাক নিয়ে ইসলামপুরে যাওয়া যায় না। মাত্র ৬ কিলোমিটারের পথ জামালপুর হয়ে প্রায় ১০০ কিলোমিটার ঘুর পথে যেতে হয়।' 

কৃষক মন্তাজ, আকবর, আফসার আলী সরদার বলেন, 'ব্রিজের সুযোগ সড়ক ভেঙে যাওয়ায় আমাদের কৃষিপণ্য হাট-বাজারে সময় মতো বিক্রি করতে পারছি না।' 
 
ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার রফিকুল ইসলাম বলেন, 'মোটা অঙ্কের অর্থ ব্যয়ে সড়কটি মেরামত করা হলেও মাত্র কয়েক মাসেই চলাচলের অনুপযোগী হয়েছে। বন্দেআলী ব্রিজের সংযোগ সড়ক ধসে যাওয়ায় কোনো ধরনের যানবাহনে চলাচল করা যাচ্ছে না।' 

উপজেলা প্রকৌশলী আমিনুল হক বলেন, 'ব্রিজের সংযোগ সড়ক ধসে যাওয়ার বিষয়ে অবগত আছি। যাতায়াত স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।' 

সড়কটির মেরামত কাজের তদারকি কর্মকর্তা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী সৈয়দ মাজহারুল ইসলাম বলেন, ‘ধসে যাওয়া সড়ক ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত