Ajker Patrika

জামালপুরে তরুণের লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

জামালপুর প্রতিনিধি
জামালপুরে তরুণের লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রী আটক

জামালপুর সদর উপজেলায় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম সিয়াম মিয়া (১৮)। আজ শুক্রবার সকালে জামালপুর পৌরসভার পশ্চিম নয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে বিছানায় শোয়া অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী (২৩) সেহেলী সাবরিন জয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। 

স্বজনদের অভিযোগ, সিয়ামকে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। 

সিয়াম মিয়া নয়াপাড়া এলাকার গোলাম রাব্বানীর ছেলে। তিনি নান্দিনা শেখ আনোয়ার হোসেন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

স্থানীয়রা জানান,৬-৭ মাস আগে সিয়াম ও সাবরিন প্রেম করে বিয়ে করেন। পরিবারের সঙ্গে তাঁদের বনিবনা ছিল না। তাই তাঁরা পাশেই একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁদের দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত। গতকাল রাতে সিয়াম ব্যাডমিন্টন খেলে বাসায় ফেরেন। সকালে সিয়ামের স্ত্রী সেহেলী সাবরিন খবর দেয় সিয়াম আত্মহত্যা করেছেন। পরে স্থানীয়রা গিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। 

সিয়াম মিয়ার বাবা গোলাম রাব্বানি আজকের পত্রিকাকে জানান, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে তার স্ত্রী ও ভাই মিলে হত্যা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চান তিনি। এ ঘটনায় রাতে তিনি থানায় অভিযোগ দেবেন বলে জানান। 

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহব্বত কবির বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। লাশের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত