Ajker Patrika

নেত্রকোনায় এক দিনে ৮ থানার ওসি বদলি

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় এক দিনে ৮ থানার ওসি বদলি

নেত্রকোনায় এক দিনে ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। পরে তাদের নেত্রকোনা জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। 

আজ রোববার নবাগত পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে আট থানার ওসিদের বদলির এ আদেশ দেওয়া হয়। 

বদলিকৃত ওসিরা হলেন-দুর্গাপুরের মোহাম্মদ রাশেদুল ইসলাম, বারহাট্টার মো. রফিকুল ইসলাম, কেন্দুয়ার মো. মিজানুর রহমান আকন্দ, আটপাড়ার মো. তাওহীদুর রহমান, খালিয়াজুরির খোকন কুমার সাহা, মোহনগঞ্জের মো. দেলোয়ার হোসেন, মদনের এটিএম মাহমুদুল হক ও পূর্বধলার মো. তাজুল ইসলাম। 

জেলায় মোট থানার সংখ্যা ১০টি। এর কয়েকদিন আগে নেত্রকোনা মডেল থানা ও কলমাকান্দা থানার ওসিকে বদলি করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, বদলিকৃত ৮টি থানার মধ্যে পাঁচটি থানায় নতুন করে পাঁচজনকে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে নেত্রকোনায় কর্মরত পুলিশ পরিদর্শক (আইসিটি অ্যান্ড মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামকে দুর্গাপুর, পুলিশ পরিদর্শক (ডিআইও-১) মিজানুর রহমানকে কেন্দুয়ায়, পরিদর্শক মো. কামরুল হাসানকে বারহাট্টায়, মোহাম্মদ আশরাফুজ্জামানকে আটপাড়া ও মো. মকবুল হোসেনকে খালিয়াজুরি থানার ওসির হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

আর পূর্বধলা, মদন ও মোহনগঞ্জে এখনো কাউকে পদায়ন করা হয়নি। 

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত