বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।
ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামে। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আগাছানাশক ছিটিয়ে দেয় আতোয়ারের ধানখেতে। পরদিন থেকে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করে। দুই দিনের মাথায় পুরো জমির ফসল নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত শনিবার বিকেলে আতোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আতোয়ার হোসেন বলেন, ‘গত দুই বছরে পাঁচবার আমার ফসল নষ্ট করা হয়েছে। গরু চুরি হয়েছে, দুই লাখ টাকা ঋণে জর্জরিত আমি। এবার ভাবছিলাম ধান কেটে সংসার চালাব, কিন্তু সব শেষ হয়ে গেল।’
তাঁর স্ত্রী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের ভাগ্যের ওপর কেন এভাবে হামলা করা হলো? সন্তানদের কী খাওয়াব এখন?’
স্থানীয় বাসিন্দা ফুলু মিয়া, নবী হোসেন ও গুলজেহার আলী জানান, আতোয়ার একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তাঁর সঙ্গে যা ঘটেছে, তা অমানবিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা সরেজমিনে তদন্ত করেছি এবং আতোয়ারকে যেকোনো সহযোগিতা ও পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের বকশীগঞ্জে আবারও বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক কৃষকের তিন বিঘা ধানখেত নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। গত দুই বছরে পাঁচবার এমন ঘটনার শিকার হয়েছেন কৃষক আতোয়ার হোসেন। ধারদেনা করে চাষাবাদ করেও এক মুঠো ধান ঘরে তুলতে পারেননি তিনি।
ঘটনাটি ঘটেছে উপজেলার বগারচর ইউনিয়নের বালুরচর গ্রামে। গত মঙ্গলবার গভীর রাতে কে বা কারা আগাছানাশক ছিটিয়ে দেয় আতোয়ারের ধানখেতে। পরদিন থেকে ধানগাছ বিবর্ণ হয়ে মরে যেতে শুরু করে। দুই দিনের মাথায় পুরো জমির ফসল নষ্ট হয়ে যায়। এ ঘটনায় গত শনিবার বিকেলে আতোয়ার হোসেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আতোয়ার হোসেন বলেন, ‘গত দুই বছরে পাঁচবার আমার ফসল নষ্ট করা হয়েছে। গরু চুরি হয়েছে, দুই লাখ টাকা ঋণে জর্জরিত আমি। এবার ভাবছিলাম ধান কেটে সংসার চালাব, কিন্তু সব শেষ হয়ে গেল।’
তাঁর স্ত্রী তাসলিমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা গরিব মানুষ। আমাদের ভাগ্যের ওপর কেন এভাবে হামলা করা হলো? সন্তানদের কী খাওয়াব এখন?’
স্থানীয় বাসিন্দা ফুলু মিয়া, নবী হোসেন ও গুলজেহার আলী জানান, আতোয়ার একজন সৎ ও পরিশ্রমী কৃষক। তাঁর সঙ্গে যা ঘটেছে, তা অমানবিক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম জানান, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি আমরা সরেজমিনে তদন্ত করেছি এবং আতোয়ারকে যেকোনো সহযোগিতা ও পুনর্বাসনে অগ্রাধিকার দেওয়া হবে।’
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি হৃদয়বিদারক। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন দেশের ১১০ জন নাগরিক। সোমবার (১২ মে) বিকেলে গণমাধ্যমে এই যৌথ বিবৃতি পাঠানো হয়েছে। ১১০ জন নাগরিকের পক্ষ থেকে বিবৃতিটি পাঠিয়েছেন প্রকাশনা ও থিয়েটারকর্মী নাজিফা তাসনিম খানম তিশা।
২ ঘণ্টা আগেআওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে মমতাজকে স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেরাজধানীর উত্তরখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মো. ওমর আলীকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরখানের মধ্যপাড়া এলাকা থেকে আজ সোমবার (১২ মে) রাত ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৩ ঘণ্টা আগেরাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত (১৮) নামের নটর ডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে সহপাঠীরা জানায়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র আরাফাত।
৩ ঘণ্টা আগে