ময়মনসিংহ প্রতিনিধি
শ্রেণিকক্ষের সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের শিক্ষার্থীরা অনুষদের দুটি ভবনে তালা দিয়েছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস ও বিভাগের ভবনে তালা দেন তাঁরা। পরে শিক্ষকদের আশ্বাসে বেলা ২টার দিকে তালা খুলে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, বিভাগের জন্য বরাদ্দকৃত ভবনে চারটি বর্ষের ক্লাস চললেও শ্রেণিকক্ষ মাত্র তিনটি। এত দিন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১১৯ নম্বর কক্ষে অতিরিক্ত ক্লাস নেওয়া হতো। সম্প্রতি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর পর থেকে ওই শ্রেণিকক্ষটি ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের শিক্ষার্থীরা আর ব্যবহার করতে পারছেন না।
এতে তাঁদের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় অনেক সময় ক্লাস না করেই বসে থাকতে হয় তাঁদের।
শিক্ষার্থীরা আরও জানান, এই সংকট নিরসনের জন্য তাঁরা অনুষদের ডিনের কাছে লিখিত দাবি জানিয়েছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত নতুন শ্রেণিকক্ষ বরাদ্দ দেওয়া; ফুড ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিংসহ তিনটি বিভাগের পরীক্ষা আলাদা সময়ে নেওয়া; পর্যাপ্ত টেকনিশিয়ান, ল্যাব সরঞ্জাম ও শ্রেণিকক্ষের প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা।
শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যা সমাধানের বিষয়ে জানাতে গেলে বিভাগীয় প্রধান পাঠান ডিনের কাছে, আবার ডিন একইভাবে পাঠান বিভাগীয় প্রধানের কাছে। এভাবে বারবার ঘুরেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে তাঁরা কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস ও বিভাগের ভবনে তালা দেন।
ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল আলীম বলেন, ‘আমাদের তিনটি শ্রেণিকক্ষ রয়েছে, যেখানে তিনটি বর্ষের ক্লাস চলে। আরেকটি ছোট কক্ষে মাস্টার্সের ক্লাস হয়। কিন্তু বিভাগের চারটি বর্ষ চলমান থাকায় কক্ষের সংকট তৈরি হয়েছে। এত দিন ১১৯ নম্বর কক্ষে অতিরিক্ত ক্লাস নেওয়া হতো, কিন্তু সেটিও বন্ধ হয়ে গেছে। যদি ওই কক্ষ আমাদের ফের দেওয়া হয়, তাহলে সমস্যার সমাধান হবে।’
এ বিষয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের সংকট নিয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে। সবার মতামত ও পরামর্শ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে গ্রহণ করা হয়েছে। আমরা চাই, তারা যেন নিয়মতান্ত্রিকভাবে পাঠ গ্রহণ করতে পারে।’
শ্রেণিকক্ষের সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের শিক্ষার্থীরা অনুষদের দুটি ভবনে তালা দিয়েছেন। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস ও বিভাগের ভবনে তালা দেন তাঁরা। পরে শিক্ষকদের আশ্বাসে বেলা ২টার দিকে তালা খুলে দেওয়া হয়।
শিক্ষার্থীরা জানান, বিভাগের জন্য বরাদ্দকৃত ভবনে চারটি বর্ষের ক্লাস চললেও শ্রেণিকক্ষ মাত্র তিনটি। এত দিন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ১১৯ নম্বর কক্ষে অতিরিক্ত ক্লাস নেওয়া হতো। সম্প্রতি ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর পর থেকে ওই শ্রেণিকক্ষটি ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের শিক্ষার্থীরা আর ব্যবহার করতে পারছেন না।
এতে তাঁদের পাঠদান বাধাগ্রস্ত হচ্ছে। প্রয়োজনীয় শ্রেণিকক্ষ না থাকায় অনেক সময় ক্লাস না করেই বসে থাকতে হয় তাঁদের।
শিক্ষার্থীরা আরও জানান, এই সংকট নিরসনের জন্য তাঁরা অনুষদের ডিনের কাছে লিখিত দাবি জানিয়েছেন। তাঁদের দাবিগুলোর মধ্যে রয়েছে—দ্রুত নতুন শ্রেণিকক্ষ বরাদ্দ দেওয়া; ফুড ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিংসহ তিনটি বিভাগের পরীক্ষা আলাদা সময়ে নেওয়া; পর্যাপ্ত টেকনিশিয়ান, ল্যাব সরঞ্জাম ও শ্রেণিকক্ষের প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা।
শিক্ষার্থীদের অভিযোগ, সমস্যা সমাধানের বিষয়ে জানাতে গেলে বিভাগীয় প্রধান পাঠান ডিনের কাছে, আবার ডিন একইভাবে পাঠান বিভাগীয় প্রধানের কাছে। এভাবে বারবার ঘুরেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে তাঁরা কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস ও বিভাগের ভবনে তালা দেন।
ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল আলীম বলেন, ‘আমাদের তিনটি শ্রেণিকক্ষ রয়েছে, যেখানে তিনটি বর্ষের ক্লাস চলে। আরেকটি ছোট কক্ষে মাস্টার্সের ক্লাস হয়। কিন্তু বিভাগের চারটি বর্ষ চলমান থাকায় কক্ষের সংকট তৈরি হয়েছে। এত দিন ১১৯ নম্বর কক্ষে অতিরিক্ত ক্লাস নেওয়া হতো, কিন্তু সেটিও বন্ধ হয়ে গেছে। যদি ওই কক্ষ আমাদের ফের দেওয়া হয়, তাহলে সমস্যার সমাধান হবে।’
এ বিষয়ে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের সংকট নিয়ে সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের সঙ্গে আলোচনার পরিকল্পনা রয়েছে। সবার মতামত ও পরামর্শ নিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের দাবিগুলো লিখিত আকারে গ্রহণ করা হয়েছে। আমরা চাই, তারা যেন নিয়মতান্ত্রিকভাবে পাঠ গ্রহণ করতে পারে।’
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৫ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৫ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৫ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৫ ঘণ্টা আগে