সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীর সুবর্ণখালী নদীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর লতিফুর রহমান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত লতিফুর রহমান সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ী গ্রামের মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে হাঁস-মুরগির ব্যবসা করে আসছিলেন লতিফুর রহমান। গতকাল বুধবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়ায় ছিল সাপ্তাহিক হাট। ওই হাটে লতিফুর রহমান বেশ কয়েকটি হাঁস নিয়ে বিক্রির জন্য বয়ড়া ব্রিজের ওপর বসে ছিলেন। বেলা ৩টার দিকে হঠাৎ তাঁর একটি হাঁস ছুটে গিয়ে নদীতে লাফিয়ে পড়ে। ওই হাঁস ধরতে গিয়ে তিনিও নদীতে লাফ দেন। তারপর লতিফুর রহমানকে আর পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে হাটের লোকজন নদীতে তল্লাশি চালায়। তাতেও তাঁর কোনো খোঁজ মেলেনি।
খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন গিয়ে নদীতে আরেক দফা সন্ধান চালিয়েও ব্যর্থ হয়। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় ডুবুরি দল ওই দিন বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। চার সদস্যবিশিষ্ট ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। কিন্তু তারাও ব্যর্থ হয়। পরে আজ সকাল ৮টার দিকে ওই ব্রিজের নিচে লতিফুর রহমানের মরদেহ ভেসে ওঠে। মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজন তাঁর পরিবারে খবর দেয়। তারা এসে ঘটনাস্থল থেকে মরদেহ বাড়ি নিয়ে যায়।
পোগলদিঘা ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, লতিফুর রহমান সাপ্তাহিক হাট উপলক্ষে বয়ড়া ব্রিজের ওপর হাঁস নিয়ে বিক্রির জন্য বসেছিলেন। এ সময় একটি হাঁস লাফ দিয়ে নদীতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য তিনিও পানিতে ঝাঁপিয়ে পড়েন। এরপর তিনি আর নদী থেকে ওঠেননি।
মৃতের বেয়াই সুরুজ আলী বলেন, আজ সকালে নদীর পানিতে আমার বেয়াইয়ের মরদেহ ভেসে ওঠে। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে চার সদস্যবিশিষ্ট উদ্ধারকারী ডুবুরি দল পাঠানো হয়। তারা ঘটনার দিন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরদিন উদ্ধার অভিযান শুরুর আগেই মরদেহ নদীর পানিতে ভেসে ওঠে।
জামালপুরের সরিষাবাড়ীর সুবর্ণখালী নদীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর লতিফুর রহমান নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত লতিফুর রহমান সরিষাবাড়ী পৌরসভার ভুরারবাড়ী গ্রামের মৃত ইয়াকুব আলী মণ্ডলের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে হাঁস-মুরগির ব্যবসা করে আসছিলেন লতিফুর রহমান। গতকাল বুধবার উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়ায় ছিল সাপ্তাহিক হাট। ওই হাটে লতিফুর রহমান বেশ কয়েকটি হাঁস নিয়ে বিক্রির জন্য বয়ড়া ব্রিজের ওপর বসে ছিলেন। বেলা ৩টার দিকে হঠাৎ তাঁর একটি হাঁস ছুটে গিয়ে নদীতে লাফিয়ে পড়ে। ওই হাঁস ধরতে গিয়ে তিনিও নদীতে লাফ দেন। তারপর লতিফুর রহমানকে আর পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারে হাটের লোকজন নদীতে তল্লাশি চালায়। তাতেও তাঁর কোনো খোঁজ মেলেনি।
খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন গিয়ে নদীতে আরেক দফা সন্ধান চালিয়েও ব্যর্থ হয়। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় ডুবুরি দল ওই দিন বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। চার সদস্যবিশিষ্ট ডুবুরি দল দুই ঘণ্টা উদ্ধার অভিযান চালায়। কিন্তু তারাও ব্যর্থ হয়। পরে আজ সকাল ৮টার দিকে ওই ব্রিজের নিচে লতিফুর রহমানের মরদেহ ভেসে ওঠে। মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজন তাঁর পরিবারে খবর দেয়। তারা এসে ঘটনাস্থল থেকে মরদেহ বাড়ি নিয়ে যায়।
পোগলদিঘা ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, লতিফুর রহমান সাপ্তাহিক হাট উপলক্ষে বয়ড়া ব্রিজের ওপর হাঁস নিয়ে বিক্রির জন্য বসেছিলেন। এ সময় একটি হাঁস লাফ দিয়ে নদীতে পড়ে যায়। হাঁসটি ধরার জন্য তিনিও পানিতে ঝাঁপিয়ে পড়েন। এরপর তিনি আর নদী থেকে ওঠেননি।
মৃতের বেয়াই সুরুজ আলী বলেন, আজ সকালে নদীর পানিতে আমার বেয়াইয়ের মরদেহ ভেসে ওঠে। পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক আব্দুল লতিফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে চার সদস্যবিশিষ্ট উদ্ধারকারী ডুবুরি দল পাঠানো হয়। তারা ঘটনার দিন দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরদিন উদ্ধার অভিযান শুরুর আগেই মরদেহ নদীর পানিতে ভেসে ওঠে।
নাটোরের লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলস হাইস্কুলের পাশে প্রাইভেট কারে সাইদুর রহমান (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাইদুর কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামনগ্রামের আলতাফ হোসেনের ছেলে। পুলিশের ধারণা, নিহত সাইদুর একজন পেশাদার গাড়িচালক।
২১ মিনিট আগেআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চাকরিচ্যুত কর্মকর্তা ও ব্যাংকের নিরাপত্তাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জনের আহতের খবর পাওয়া গেছে। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, তারা সবাই ব্যাংকের বর্তমান কর্মকর্তা ও কর্মচারী। তবে হামলার সময় নিরাপত্তাকর্মীদের লাঠিপেটায় কতজন কর্মকর্তা আহত হয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্র ইরফান ওরফে আরমান আলী বাবুর (১১) গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় র্যাব তিনজনকে গ্রেপ্তার করার কথা জানালেও স্থানীয় থানা-পুলিশের বক্তব্যে এসেছে ভিন্ন সুর। র্যাব যেখানে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করছে, সেখানে থানা-পুলিশ বলছে—গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অন্য
১ ঘণ্টা আগেনেত্র নিউজ ও প্রকাশনা সংস্থা দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) যৌথ উদ্যোগে আলোকচিত্রী জীবন আহমেদের ‘উইটনেস টু দ্য আপরাইজিং’ শিরোনামে পাঁচ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।
১ ঘণ্টা আগে