Ajker Patrika

জামালপুরে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

জামালপুর ও সরিষাবাড়ী প্রতিনিধি
জামালপুরে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ইনতাজ আলী (৫০) ও তাঁর ছেলে ফিরোজ মিয়া (২১)। 

স্থানীয়রা জানিয়েছেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ধান খেতে নিজেদের সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে তা মেরামত করতে যায় ফিরোজ মিয়া। বিদ্যুতের তার মেরামতের সময় হঠাৎ তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মাটিতে পরে যান তিনি। ছেলের ডাক চিৎকারে বাঁচাতে গিয়ে বাবা ইনতাজ আলী বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। 

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে প্রথমে ছেলে, পরে ছেলেকে বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুতায়িত হয়ে মারা যান। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, গোপলদিঘা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সেচ পাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিরোজপুরের কচুরিপানা রপ্তানি হচ্ছে ২৫ দেশে

ওসি-এসআই-কনস্টেবল চক্র: আখাউড়া ইমিগ্রেশনে টাকা দিলে সব হয়

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত