সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
গ্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর গত রোববার রাত থেকে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ স ম মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯০ সালে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিকটন। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা আর বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন কমে গিয়ে ১ হাজার ২০০ মেট্রিকটনে এসে দাঁড়িয়েছে।
গত বছর ১৫ জানুয়ারির পর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাসের চাপ আরও কমিয়ে দেয়। এ কারণে যমুনায় সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। টানা ১৩ মাস পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শুরু হয় সার উৎপাদনের প্রাথমিক কার্যক্রম। একই সঙ্গে চলে বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ। এভাবে কয়েকটি ধাপ পেরিয়ে গত রোববার রাতে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। সকল কার্যক্রম শেষে রোববার রাতে সার উৎপাদন শুরু হয়।
গ্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর গত রোববার রাত থেকে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ স ম মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯০ সালে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিকটন। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা আর বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন কমে গিয়ে ১ হাজার ২০০ মেট্রিকটনে এসে দাঁড়িয়েছে।
গত বছর ১৫ জানুয়ারির পর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাসের চাপ আরও কমিয়ে দেয়। এ কারণে যমুনায় সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। টানা ১৩ মাস পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শুরু হয় সার উৎপাদনের প্রাথমিক কার্যক্রম। একই সঙ্গে চলে বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ। এভাবে কয়েকটি ধাপ পেরিয়ে গত রোববার রাতে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।
কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। সকল কার্যক্রম শেষে রোববার রাতে সার উৎপাদন শুরু হয়।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তাকে অপসারণ করা হয়েছে। ওই পরিষদে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৪ মিনিট আগেমেহেরপুর-কুষ্টিয়া জেলার বেতবাড়িয়া-মধুখালী গ্রামে মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত সেতুটি তিন বছর পরও চালু হয়নি। রাস্তা না হওয়ার কারণে কয়েক লাখ মানুষ সেতুটি ব্যবহার করতে পারছে না, ফলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা দ্রুত এই সমস্যার সমাধান চাইছেন, যেন ব্রিজটি চলাচলের উপযোগী হয় এবং তাদের জীবনযাত্রা
২৪ মিনিট আগেকর্ণফুলী নদীতে নাব্যতা সংকটের কারণে আজ মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী রোববার (১৮ মে) ভোর ৫টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
২ ঘণ্টা আগেরবিকুল ইসলামের জীবনের গল্পটা সংগ্রামের, কিন্তু আজ তা বদলে গেছে আত্মবিশ্বাস আর পরিশ্রমের এক অনন্য উদাহরণে। ত্রিশ বছর আগে জীবিকা নির্বাহ করতেন ভাঙারি কেনাবেচা করে। এরপর সিলভারের আসবাব ফেরি করেছেন বাড়ি বাড়ি। করেছেন কিস্তিতে মোবাইল বিক্রির ব্যবসাও। কিন্তু চোখ রেখেছিলেন আরও স্থায়ী ও লাভজনক কিছুতে।
২ ঘণ্টা আগে