Ajker Patrika

১৩ মাস পর যমুনায় সার উৎপাদন শুরু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
যমুনা সার কারখানা। ছবি: আজকের পত্রিকা
যমুনা সার কারখানা। ছবি: আজকের পত্রিকা

গ্যাস সংকট কাটিয়ে ১৩ মাস পর গত রোববার রাত থেকে উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দির যমুনা সার কারখানা। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আ স ম মোসলে উদ্দিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।

কারখানা সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিগা ইউনিয়নের তারাকান্দিতে ১৯৯০ সালে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার ৭০০ মেট্রিকটন। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই চাপে গ্যাসের প্রয়োজন হয়। গ্যাসের চাপ স্বল্পতা আর বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে সার উৎপাদন কমে গিয়ে ১ হাজার ২০০ মেট্রিকটনে এসে দাঁড়িয়েছে।

গত বছর ১৫ জানুয়ারির পর থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনায় গ্যাসের চাপ আরও কমিয়ে দেয়। এ কারণে যমুনায় সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। টানা ১৩ মাস পর গত ১৩ ফেব্রুয়ারি থেকে গ্যাসের চাপ পুনরায় বৃদ্ধি করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। শুরু হয় সার উৎপাদনের প্রাথমিক কার্যক্রম। একই সঙ্গে চলে বিভিন্ন যন্ত্রাংশের মেরামত কাজ। এভাবে কয়েকটি ধাপ পেরিয়ে গত রোববার রাতে উৎপাদনে ফিরে যমুনা সার কারখানা।

কারখানাটির ব্যবস্থাপনা পরিচালক মোসলে উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কারখানাটিতে গ্যাস সংকটে সার উৎপাদন বন্ধ ছিল। গত ১৩ ফেব্রুয়ারি পুনরায় গ্যাস সরবরাহ দেয় তিতাস কর্তৃপক্ষ। সকল কার্যক্রম শেষে রোববার রাতে সার উৎপাদন শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ছাঁটাই নিয়ে টেলিকম খাতে অস্থিরতা

নতুন গবেষণা প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ, অনুষ্ঠানে ৩ সেনাপ্রধানসহ রাজনীতিবিদেরা

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, ২০০ ভরি স্বর্ণ লুটের অভিযোগ

আশুলিয়া থানার ওসি প্রত্যাহার

ভারতীয় অভিনেত্রীর উন্মুক্ত বক্ষের দৃশ্যকে বাংলাদেশি তরুণীর ধর্ষণবিরোধী প্রতিবাদ বলে প্রচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত