Ajker Patrika

শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে ইটভাটা শ্রমিকের মৃত্যু

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুতায়িত হয়ে নুরুজ্জামান (৫০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার খোশালপুর এলাকার মনিরা অটো ব্রিকসে এ ঘটনা ঘটে। মৃত নুরুজ্জামান পার্শ্ববর্তী বকসীগঞ্জের গোয়ালগাও পশ্চিমপাড়া এলাকার আমজাদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর নুরুজ্জামান কাজের শেষে ইটভাটার টিউবওয়েলে গোসল করতে যান। এ সময় আগে থেকেই বিদ্যুতের ছেঁড়া তার পড়ে টিউবওয়েলের পাড় বিদ্যুতায়িত হয়। কিন্তু নুরুজ্জামান সেটি বুঝতে পারেননি। গোসলের জন্য বালতি থেকে পানি নেওয়ার জন্য মগ দিলে সেখানেই তিনি বিদ্যুতায়িত হন। পরে ইটভাটার অন্যান্য শ্রমিক ও আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে পার্শ্ববর্তী বকসীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

শ্রীবরদী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আবুল হাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত