ময়মনসিংহ প্রতিনিধি
তিন দফা দাবিতে সারা দেশের মতো ময়মনসিংহেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে। তবে আজ সোমবার সকালে নগরীর কিছু বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করাতে দেখা গেছে।
শিক্ষকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই তারা ক্লাস নিচ্ছেন। তবে দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করছেন।
নগরীর সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস চলছে। প্রথম শ্রেণির দায়িত্বে থাকা শিক্ষক খাদিজা বেগম বলেন, ‘যেসব দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ যৌক্তিক। আমরাও আন্দোলনের সঙ্গে একমত। তবে ক্লাস করছি শুধু বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। না হলে ওরা বাইরে গিয়ে দুর্ঘটনায় পড়তে পারে।’
গোহাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র দেখা গেছে। সেখানকার সহকারী শিক্ষক শারমিন সুলতানা বলেন, ‘কর্মবিরতি চলছে ঠিকই, তবে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পাইনি। তাই ক্লাস করাচ্ছি। শিক্ষার্থীদের ছড়িয়ে-ছিটিয়ে পড়া ঠেকানোই মূল উদ্দেশ্য। তবে আমরা চাই, যৌক্তিক দাবি যেন বাস্তবায়ন হয়।’
এ বিষয়ে সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ‘কর্মবিরতির বিষয়ে আমরা কিছু জানি না। আপনার কাছ থেকেই বিষয়টি শুনছি। আমরা আমাদের নিয়মিত কার্যক্রমই চালিয়ে যাচ্ছি।’
এর আগে আন্দোলনের অংশ হিসেবে সহকারী শিক্ষকেরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। আজ থেকে শুরু হয়েছে পূর্ণদিবস কর্মবিরতি।
আন্দোলনরত সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ যৌক্তিকভাবে সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।
তিন দফা দাবিতে সারা দেশের মতো ময়মনসিংহেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি চলছে। তবে আজ সোমবার সকালে নগরীর কিছু বিদ্যালয়ে শিক্ষকদের ক্লাস করাতে দেখা গেছে।
শিক্ষকেরা জানিয়েছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতেই তারা ক্লাস নিচ্ছেন। তবে দাবি আদায়ের আন্দোলনের সঙ্গে একমত পোষণ করছেন।
নগরীর সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, প্রাক-প্রাথমিক, প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস চলছে। প্রথম শ্রেণির দায়িত্বে থাকা শিক্ষক খাদিজা বেগম বলেন, ‘যেসব দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ যৌক্তিক। আমরাও আন্দোলনের সঙ্গে একমত। তবে ক্লাস করছি শুধু বাচ্চাদের নিয়ন্ত্রণে রাখার জন্য। না হলে ওরা বাইরে গিয়ে দুর্ঘটনায় পড়তে পারে।’
গোহাইলকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই চিত্র দেখা গেছে। সেখানকার সহকারী শিক্ষক শারমিন সুলতানা বলেন, ‘কর্মবিরতি চলছে ঠিকই, তবে এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পাইনি। তাই ক্লাস করাচ্ছি। শিক্ষার্থীদের ছড়িয়ে-ছিটিয়ে পড়া ঠেকানোই মূল উদ্দেশ্য। তবে আমরা চাই, যৌক্তিক দাবি যেন বাস্তবায়ন হয়।’
এ বিষয়ে সানকিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, ‘কর্মবিরতির বিষয়ে আমরা কিছু জানি না। আপনার কাছ থেকেই বিষয়টি শুনছি। আমরা আমাদের নিয়মিত কার্যক্রমই চালিয়ে যাচ্ছি।’
এর আগে আন্দোলনের অংশ হিসেবে সহকারী শিক্ষকেরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা, ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা এবং ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন। আজ থেকে শুরু হয়েছে পূর্ণদিবস কর্মবিরতি।
আন্দোলনরত সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে গঠিত পরামর্শক কমিটির সুপারিশ যৌক্তিকভাবে সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি নিশ্চিত করা।
বাঁশের তৈরি কাঁচা বেড়ার গায়ে দুই হাত রেখে দাঁড়িয়ে আছেন মকবুল হোসেন। দৃষ্টি ছেলে আবু সাঈদের সমাধিস্থলের দিকে। আবু সাঈদের মা মনোয়ারা বেগম সমাধিস্থলের অদূরেই পুরোনো মাটির ঘরে বসে আছেন। হাতে সাঈদের পরনের শেষ কালো টি-শার্ট। কথা বলার জন্য এগিয়ে যেতেই কেঁদে উঠলেন মনোয়ারা বেগম।
৩ ঘণ্টা আগেগাজীপুর সিটি করপোরেশনে (গাসিক) ভূগর্ভস্থ সুপেয় পানি সরবরাহ প্রকল্পের দরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের জন্য দর আহ্বান করা হয়েছিল ২০২৪ সালের সেপ্টেম্বরে। তবে সবচেয়ে কম দরদাতা প্রতিষ্ঠানকে বাদ দিয়ে কাজ দেওয়া হয়েছে তৃতীয় সর্বনিম্ন দরদাতাকে। এতে অতিরিক্ত ব্যয় হচ্ছে ৩ কোটি ৬৭ লাখ...
৩ ঘণ্টা আগেইসলামী আন্দোলন বাংলাদেশের মূল শক্তি চরমোনাই পীরের দরবার শরিফ ঘিরে। আর চরমোনাই এলাকাটির অবস্থান বরিশাল-৫ (নগর ও সদর) আসনে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি হাতপাখা প্রতীকের দখলে নেওয়ার লক্ষ্যে মাঠে নেমেছে পীরের দল। সে জন্য তারা জামায়াতে ইসলামীর পর এবার ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠা...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জের প্রামাণিকপাড়া গ্রামের সবজিচাষি আশরাফুল আলম। প্রতিদিন খেত থেকে সবজি তুলে হাটে নিয়ে যান বিক্রির জন্য। কিন্তু হাটে তাঁর জন্য কোনো নির্ধারিত জায়গা নেই। তাই বাধ্য হয়ে সড়কের ওপর বসে বিক্রি করেন নিজের উৎপাদিত শাকসবজি। অথচ হাটের ৫০ গজ দূরে কৃষকদের জন্য ২ কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে...
৩ ঘণ্টা আগে