Ajker Patrika

জুতা পায়ে শহীদ মিনারে কলেজের অধ্যক্ষ, বললেন ‘ভুল হয়েছে’

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২০: ৩৫
Thumbnail image

জামালপুরের মেলান্দহ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পায়ে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ সাদা। তিনি মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। আজ মঙ্গলবার সকাল আটটা দিকে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে জুতা পায়ে ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে অবশ্য অধ্যক্ষ আবু সাঈদ সাদা বলেছেন, ‘ভুল হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান শহীদ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মাহমুদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় শহীদ মিনারে ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সাদা ও শিক্ষকেরা শহীদ মিনারে ফুল দেন। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাঈদ সাদার পায়ে জুতা ছিল। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় তাঁরা দাঁড়িয়ে ছবিও তোলেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। 

এ ঘটনায় বিষয়ে আবু সাঈদ সাদা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভুল হয়েছে। শহীদ মিনার ও মাঠ এক সমান। আমি সকালে শহীদদের উদ্দেশে কথাও বলেছি। শহীদ মিনারে হঠাৎ করে উঠেছি, এর জন্য আমি ক্ষমা চাচ্ছি।’

জামালপুর জেলা শিক্ষা কর্মকর্তা মনিরা মুস্তারী ইভা আজকের পত্রিকাকে বলেন, ‘এমন ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং শোকজ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত