Ajker Patrika

মাদারগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর) 
মাদারগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

জামালপুরের মাদারগঞ্জে হাসনা (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা-পুলিশ। রোববার সকালে পৌরসভার চাঁদপুর মোল্লাবাড়ি নিজ পাকের ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। 

স্বজনদের দাবি হাসনাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে তাঁর স্বামী। 

জানা যায়, হাসনা ওই এলাকার আব্দুল কুদ্দুস মোল্লার স্ত্রী। এ দম্পতির ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য কুদ্দুস মোল্লাকে থানায় নিয়েছে পুলিশ।

গৃহবধূর পরিবার বলছে, ২৫ বছর আগে চরপাকেরদহ ইউনিয়নের বীর পাকেরদহ এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল হাসানের মেয়ের সঙ্গে বিয়ে হয় পৌরসভার চাঁদপুর মোল্লাবাড়ি গ্রামের মহেজ উদ্দিন মোল্লার ছেলে ট্রাক ড্রাইভার কুদ্দুস মোল্লার। বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁর স্বামী তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে আসছিল। পাশের বাড়ির আসমার সঙ্গে কুদ্দুসের পরকীয়ার সম্পর্কের অভিযোগও ছিল হাসনার। এ নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকত। দুই বছর আগে হাসিনার'র বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসান বাদী হয়ে থানায় কুদ্দুসের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও করেছিলেন। 

হাসনার ভাই প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, 'বিয়ের পর থেকেই আমার ভগ্নিপতি কুদ্দুস আমার বোনের ঠিকঠাক দেখভালে করত না। সব সময় খারাপ আচরণ করত। প্রায় শুনতাম আমার বোনকে সে নির্যাতন করেছে। পাশের বাড়ির আসমার সঙ্গে সে পরকীয়ায় লিপ্ত। পরকীয়ার জেরে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। পরিকল্পিতভাবে আমার বোনকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে সে।' 

এ প্রসঙ্গে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল হক বলেন, পারিবারিক কলহ ছিল এটা সত্য। তবে হত্যা করা হয়েছে এমন কোন প্রমাণ প্রাথমিকভাবে মেলেনি। ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত