নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরার দখলে থাকা খাল ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে শহরের নয়আনীকান্দা এলাকায় জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ অভিযান করা হয়।
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের গরুহাটি সংলগ্ন নয়আনীকান্দা সেতুর নিচ দিয়ে একটি খাল বয়ে গেছে। যা দিয়ে সেতুর উভয় পাশের প্রায় প্রায় ৩০০ একর আবাদি জমির পানি নিষ্কাশিত হয়। তবে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরা সেতু সংলগ্ন জমি দখল করে স্থাপনা ও পুকুর খনন করে খালের পানি চলাচলের রাস্তা ভরাট করেন।
এতে গত সপ্তাহের টানা বৃষ্টিতে প্রায় ৩০০ একর আবাদি জমি পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় শতাধিক পরিবার।
পরে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। পরে সোমবার দুপুরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, ‘ব্রিজের পাশেই ঘর ও পুকুর খনন করে খাল বন্ধ করে দেওয়ায় আমাদের খেতের পানি আটকা পড়ে আছে। টানা বৃষ্টিতে আমাদের বাসার পানিও জমে আছে। এখন আবার খাল খনন করে দিলে আমাদের আবাদ বাচবে।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা তাকিজুল ইসলাম তাঁরা বলেন, ‘এ বিষয়ে আমার কোনো অভিযোগ বা আপত্তি নেই। এখানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা রয়েছে। সরকার তাঁর জায়গা যেকোনো কাজে ব্যবহার করতে পারে।’
পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, খাল ভরাট করা ও স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিলো। এতে প্রায় ৩০০ একর আবাদি জমি ও শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পৌরসভা থেকে খাল খনন করে দেওয়া হবে।
ইউএনও মাসুদ রানা বলেন, ‘খাল বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। অভিযোগ পেয়ে যাচাই-বাছাইয়ের পর জলাবদ্ধতা নিরসনে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরার দখলে থাকা খাল ও স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। আজ সোমবার দুপুরে শহরের নয়আনীকান্দা এলাকায় জলাবদ্ধতা নিরসনে এই উচ্ছেদ অভিযান করা হয়।
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের গরুহাটি সংলগ্ন নয়আনীকান্দা সেতুর নিচ দিয়ে একটি খাল বয়ে গেছে। যা দিয়ে সেতুর উভয় পাশের প্রায় প্রায় ৩০০ একর আবাদি জমির পানি নিষ্কাশিত হয়। তবে সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপপ্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তাঁরা সেতু সংলগ্ন জমি দখল করে স্থাপনা ও পুকুর খনন করে খালের পানি চলাচলের রাস্তা ভরাট করেন।
এতে গত সপ্তাহের টানা বৃষ্টিতে প্রায় ৩০০ একর আবাদি জমি পানিতে তলিয়ে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পানিবন্দী হয়ে পড়ে প্রায় শতাধিক পরিবার।
পরে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। পরে সোমবার দুপুরে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কৃষক বলেন, ‘ব্রিজের পাশেই ঘর ও পুকুর খনন করে খাল বন্ধ করে দেওয়ায় আমাদের খেতের পানি আটকা পড়ে আছে। টানা বৃষ্টিতে আমাদের বাসার পানিও জমে আছে। এখন আবার খাল খনন করে দিলে আমাদের আবাদ বাচবে।’
অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা তাকিজুল ইসলাম তাঁরা বলেন, ‘এ বিষয়ে আমার কোনো অভিযোগ বা আপত্তি নেই। এখানে সড়ক ও জনপথ বিভাগের জায়গা রয়েছে। সরকার তাঁর জায়গা যেকোনো কাজে ব্যবহার করতে পারে।’
পৌরমেয়র আবু বক্কর সিদ্দিক বলেন, খাল ভরাট করা ও স্থাপনা নির্মাণ করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিলো। এতে প্রায় ৩০০ একর আবাদি জমি ও শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়ে। প্রশাসনের উচ্ছেদ অভিযানের পর পৌরসভা থেকে খাল খনন করে দেওয়া হবে।
ইউএনও মাসুদ রানা বলেন, ‘খাল বন্ধ করে দেওয়ায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। অভিযোগ পেয়ে যাচাই-বাছাইয়ের পর জলাবদ্ধতা নিরসনে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি।’
ময়মনসিংহে টনসিল অপারেশনে গিয়ে তাইয়্যিবা তাবাসসুম তন্দ্রা (১২) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। চিকিৎসক টনসিল অপারেশন করতে গিয়ে তন্দ্রার শ্বাসনালি কেটে ফেলেছেন বলে অভিযোগ স্কুলছাত্রীর স্বজনদের।
৬ মিনিট আগেরাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার (১২ মে) বেলা সোয়া ৩টার দিকে নটর ডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী।
১১ মিনিট আগেমৃত্যুর খবর শুনে আমরা ঘটনাস্থলে যাই। দেখি স্বামীর লাশ মেঝেতে রেখে স্ত্রী বিছানার চাদর, কাঁথা ধোয়ামোছার কাজ করছেন, এতে আমাদের সন্দেহ হয়। পরে স্ত্রী বাড়ির মালিককে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ডেকে লাশ নিয়ে চলে যেতে চান। এ সময় স্থানীয় লোকজন লাশ আটকে পুলিশে খবর দেয়।
২০ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে গুলি চালিয়ে তিন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ সোমবার দুপুরে উপজেলার লেদা-সংলগ্ন নাফ নদী থেকে তাঁদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
২৪ মিনিট আগে