Ajker Patrika

নটর ডেম কলেজের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ১২ মে ২০২৫, ২১: ২৫
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মতিঝিলে নটর ডেম কলেজের ভবন থেকে পড়ে ধ্রুবব্রত দাস (১৮) নামের এক শিক্ষার্থী মারা গেছেন। আজ সোমবার (১২ মে) বেলা সোয়া ৩টার দিকে নটর ডেম কলেজের ‘ফাদার টিম’ ভবন থেকে নিচে পড়ে যান ওই শিক্ষার্থী। দেখতে পেয়ে সহপাঠী ও স্বজনেরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত ধ্রুবর সহপাঠী রাগীব মৃধা জানান, ধ্রুব এবং তাঁরা এইচএসসি পরীক্ষার্থী। এক মাস পরেই তাঁদের পরীক্ষা। আজ তাঁদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা ছিল। রেজাল্ট আনতে কলেজে গিয়েছিলেন তাঁরা। হঠাৎ কলেজের ফাদার টিম ভবন থেকে নিচে পড়ে যান ধ্রুব। দেখতে পেয়ে তাঁকে হাসপাতালে নিলে মারা যান। ভবনটা ছয়তলার। তবে ধারণা করা হচ্ছে, তিনি তিনতলার ব্যালকনি দিয়ে পড়ে গেছেন। তবে কীভাবে পড়ে গেলেন, তা তাঁরা জানেন না।

হাসপাতালে ধ্রুবর বাবা বানি ব্রতদাস চঞ্চল জানান, তাঁদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামে। বর্তমানে ওয়ারী গোপীবাগ এলাকায় থাকেন। তাঁর ছেলে ধ্রুব উচ্চমাধ্যমিকের দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। এক মাস পরে তাঁর ফাইনাল পরীক্ষা। আজ কলেজের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল।

ব্রতদাস চঞ্চল আরও বলেন, ‘রেজাল্ট আনতে ছেলেকে নিয়ে কলেজে যাই। অভিভাবকদের ভেতরে ঢুকতে না দেওয়ায় গেটের বাইরে অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখতে পাই, ছেলেকে সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় রিকশায় তুলছে। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যায় ধ্রুব। সহপাঠীর কাছ থেকে জানতে পারি, ভবনের ওপর থেকে নিচে পড়ে গেছে ধ্রুব। দুই ভাইয়ের মধ্যে ধ্রুব ছিল বড়।’

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মতিঝিল এলাকা থেকে সহপাঠী ও স্বজনেরা ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহপাঠীরা জানান, নটর ডেম কলেজের ভবন থেকে নিচে পড়ে গিয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি মতিঝিল থানায় জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত