Ajker Patrika

পূর্বধলায় স্কুলছাত্র রেজাউল হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার পূর্বধলায় কাঁচা রাস্তা সংস্কারের মাটি কাটাকে কেন্দ্র করে স্কুলছাত্র রেজাউল ইসলাম টিটু হত্যা মামলায় প্রধান আসামি রোমান তালুকদারকে (২৯) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার রাতে ঢাকার নবাবপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ময়মনসিংহ র‍্যাব-১৪ এর উপপরিচালক অপারেশনস অফিসার মো. আনোয়ার হোসেন আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার রোমান তালুকদার পূর্বধলা উপজেলার পূর্ববুধী গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। হত্যার শিকার রেজাউল ইসলাম টিটু উপজেলার বুধী পশ্চিমপাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। রেজাউল স্থানীয় মজিবর রহমান টেকনিক্যাল স্কুলের ১০ম শ্রেণির ছাত্র ছিল। 

এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পরপরই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পলাতক দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব। 

র‍্যাব ও স্থানীয় লোকজন জানান, গত ১১ ডিসেম্বর সকালে পূর্বধলায় বুধী গ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ফসলি জমি থেকে খননযন্ত্র দিয়ে মাটি কেটে সড়কে দিচ্ছিলেন রোমান ও তাঁর লোকজন। এতে জমির মালিক হাকিম ও তাঁর ভাতিজা স্কুলছাত্র রেজাউল ইসলাম টিটু বাধা দেন। এতে রোমান ও তাঁর পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে হাকিম ও টিটুর ওপর হামলা চালান। একপর্যায়ে বেধড়ক মারধরে টিটুর মৃত্যু হলে পালিয়ে যান রোমান ও তাঁর লোকজন। 

টিটু নিহত হওয়ার ঘটনার পরদিন তার মা আয়েশা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। এতে রোমানকে প্রধান করে ও তাঁর চাচাসহ নয়জনকে আসামি করা হয়। ঘটনার পরপরই রোমানের চাচা মঞ্জুরুল তালুকদার (৫০) ও আরেক চাচাতো ভাই আশরাফুল ইসলাম তালুকদারকে (১৯) গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। তবে রোমানসহ অন্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যান। 

পরে ১৪ ডিসেম্বর একই গ্রামের মোনায়েম তালুকদার (৪০) ও মো. এরশাদুল ইসলামকে (৩০) ময়মনসিংহের ফুলপুর ও নেত্রকোনার পূর্বধলা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। 

তবে হত্যার প্রধান আসামি রোমান তালুকদার ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এদিকে র‍্যাব তথ্য উপাত্ত সংগ্রহ করে গতকাল দিবাগত রাত ৩টার দিকে ঢাকার নবাবপুর থেকে রোমানকে গ্রেপ্তার করে। আজ সোমবার সকালে তাঁকে পূর্বধলা থানায় হস্তান্তর করা হয়েছে। 

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘আজ দুপুরে রোমানকে আদালতে হাজির করা হয়েছে। এই মামলার ৯ আসামির মধ্যে রোমানসহ এই পর্যন্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার হয়েছে। অন্য আসামিরা সবাই জামিনে রয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত