Ajker Patrika

জাককানইবির অধ্যাপকের মৃত্যু, ৩ দিনের শোকের ঘোষণা

জাককানইবি প্রতিনিধি
জাককানইবির অধ্যাপকের মৃত্যু, ৩ দিনের শোকের ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) হিসাববিজ্ঞান ও তথ‍্যপদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সুব্রত কুমার দে মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর ৬টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, ড. সুব্রত কুমার দে ডায়াবেটিস, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন। তিনি হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের বিভাগীয় প্রধান ছাড়াও শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, একাধিকবার ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অর্থ কমিটির সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্যসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন। তিনি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগেরও প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান ছিলেন।

মরহুমের মরদেহে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর নিজ কর্মস্থল ব্যবসায় প্রশাসন অনুষদের ভবনের সামনে কিছু সময় রাখা হবে। পরে পারিবারিক সিদ্ধান্তে তাঁর শেষকৃত্য করা হবে।

অপরদিকে, তাঁর অন্তিমযাত্রার সম্মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তিন দিনের শোক ঘোষণা করেছে। এ উপলক্ষে আগামী রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি শোকসভার আয়োজন করবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক ও উপাচার্যের একান্ত সচিব এস এম হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রফেসর ড. সুব্রত কুমার দে’র মৃত্যুতে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত