Ajker Patrika

নেত্রকোনায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৪: ৪৭
নেত্রকোনায় নদীতে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে মো. লিয়ন মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে নদী থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

লিয়ন মিয়া উপজেলার মঙ্গলশ্রী গ্রামের দিপু মিয়ার ছেলে। সে স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এসআই জানান, শনিবার সকালে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে মগড়া নদীতে গোসলে নামে লিয়ন। এ সময় তার বন্ধুরা গোসল সেরে যে যার মতো নিজেদের বাড়িতে চলে যায়। দুপুর ২টার দিকে চাচা সেলিম মিয়া নদীর পাড়ে লিয়নের কাপড় দেখতে পান। তখন তাঁরা লিয়নের খোঁজ শুরু করেন। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে লিয়নের খোঁজ চালায়। রাত পৌনে ৮টার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা মঙ্গলশ্রী গ্রামে মগড়া নদী থেকে লিয়নের মরদেহ উদ্ধার করে। 

এসআই আরও বলেন, লিয়নের বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত