Ajker Patrika

শ্রীবরদীতে সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 
Thumbnail image
শ্রীবরদীতে বিভিন্ন দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে সন্ত্রাসী, চাঁদাবাজি, চুরি ও মাদক বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। আজ রোববার সকালে উপজেলার ভায়াডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি ও নিরাপত্তা কমিটি ভায়াডাঙ্গা চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, ভায়াডাঙ্গা বাজারে চাঁদাবাজি, চুরি, জুয়ার পাশাপাশি মাদকের ব্যবহার বেড়ে গেছে। কয়েক দিন আগে রানা নামের এক মাদকসেবী বাজারের ব্যবসায়ী মোবারক হোসেনের কাছে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে ওই ব্যবসায়ীকে মেরে হাত ভেঙে দেয়। এ ছাড়া প্রায়ই বিভিন্ন দোকানে চুরির ঘটনা ঘটছে। তাই সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন ব্যবসায়ীরা।

আহত ব্যবসায়ী মোবারক হোসেন মোবা বলেন, ‘চাঁদা না দেওয়ার অপরাধে রানা আমাকে মারধর করে হাত ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

মানববন্ধনে বক্তব্য দেন ভায়াডাঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও রানীশিমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাজার নিরাপত্তা কমিটির সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, দুলাল মেম্বার, ব্যবসায়ী মোবারক হোসেন মোবা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত