Ajker Patrika

ময়মনসিংহে বন্ধের পথে ৩৮ বছরের পুরোনো কওমি মাদ্রাসা

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ২২ জুলাই ২০২৫, ২৩: ৫৯
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভালুকজানে ৩৮ বছরের পুরোনো জামিয়া আরাবিয়া বাহরুল উলুম কওমি মাদ্রাসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন পরিচালক আবু হানিফা নোমান। প্রতিষ্ঠানটি এখন বন্ধের পথে।

মঙ্গলবার গেটে নোটিশ দিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করেন তিনি। বিষয়টি স্বীকার করে প্রতিষ্ঠানের সভাপতি ফজলুল হক বলেন, ‘১৯৮৭ সালে স্থাপিত প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। ক্লাস রুটিন নিয়ে কদিন ধরে ঝামেলা চলছিল। বুধবার বাদ মাগরিব প্রতিষ্ঠানে বসে বিষয়টি সুরাহার কথা ছিল। মঙ্গলবার (২২ জুলাই) থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা পরিচালকের পদত্যাগসহ ধর্ষণের অভিযোগ তুলে আন্দোলন করছে। তারপরও আমরা চেষ্টা করছি বিষয়টি মীমাংসার জন্য।’

শিক্ষার্থীরা পরিচালকের পদত্যাগ চেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ওই লিখিত অভিযোগে শিক্ষার্থীদের ধর্ষণের অভিযোগ করা হয়। মৌখিকভাবে তারা বলে, ওই প্রতিষ্ঠানে কোনো এতিম নেই। তারপরও পরিচালক ২৮ জন এতিমের নামে টাকা আত্মসাৎ করছেন।

প্রতিষ্ঠানটির পরিচালক আবু হানিফা নোমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।

এ নিয়ে ফুলবাড়িয়া উপজেলার ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ‘আমি বিষয়টি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দেখি কী হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাচার করা ৭৮১ কোটি টাকা ফেরত দিতে চেয়েও জামিন পেলেন না নাসার চেয়ারম্যান নজরুল

জীবন বিলিয়ে দিয়ে উত্তরার মাইলস্টোনের শিক্ষার্থীদের বাঁচালেন, কে এই মাহরীন চৌধুরী

পাইলটের শেষ বার্তা: বিমান ভাসছে না, নিচে পড়ছে

মেয়ের কফিনে বাবার চুমু

মাইলস্টোনের শিক্ষার্থীরাই ছিল ৩৭ বছরের মাসুকার ‘সংসার’, যুদ্ধবিমান তছনছ করে দিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত