ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
রোগীদের বিছানা এবং ডাক্তারের টেবিলে শুয়ে আছে কুকুর। এমন দৃশ্য দেখে যে কারওরই মনে হতে পারে এটি যেন কুকুরের বাসস্থান। সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগীদের বিছানা এবং ডাক্তারের টেবিলের ওপর কুকুর শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি অনুসন্ধান করলে ছবি তোলার ব্যক্তির সন্ধান পায় আজকের পত্রিকার এই প্রতিবেদক। নাম প্রকাশ না করা শর্তে ওই ব্যক্তি জানান, গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি করান তিনি। রাত ১টার দিকে বিশেষ প্রয়োজনে নার্সদের কক্ষের দরজা বন্ধ থাকায় জরুরি বিভাগে যান। তিনি দেখেন জরুরি বিভাগেও কোনো নার্স কিংবা চিকিৎসক নেই।
ওই ব্যক্তি আরও জানান, রোগীদের বিছানায় দুটি কুকুর এবং চিকিৎসকের টেবিলে একটি কুকুর শুয়ে আছে। পরে সেই দৃশ্যের ছবি তাঁর মোবাইলে তুলে রাখেন। পরে তাঁর রোগী সুস্থ হলে বাড়ি গিয়ে ছবিটি বন্ধুদের দেখালে তাঁরা ছবিটি ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
এদিকে ওই ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। শুধু তা-ই নয়, বিষয়টি খতিয়ে দেখে ওই সময়ে কর্তব্যরত চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোপা চৌধুরীর মোবাইল ফোনে কল দেওয়া হয়। এ সময় লোপা চৌধুরী বলেন, আরএমওর সঙ্গে কথা বলেন—বলে তিনি ফোন কেটে দেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জাহিদুল হকের সঙ্গে কথা বললে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছবিগুলো দেখেছি। তবে এটি বর্তমানে তোলা হয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে ছবিগুলো কখন তোলা হয়েছে তা খতিয়ে দেখতে। এ ছাড়াও ওই সময় কারা দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।’
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আগে দেখতে হবে পরে বলতে হবে। এখন কিছু বলা যাচ্ছে না।’
রোগীদের বিছানা এবং ডাক্তারের টেবিলে শুয়ে আছে কুকুর। এমন দৃশ্য দেখে যে কারওরই মনে হতে পারে এটি যেন কুকুরের বাসস্থান। সম্প্রতি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগীদের বিছানা এবং ডাক্তারের টেবিলের ওপর কুকুর শুয়ে থাকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বিষয়টি অনুসন্ধান করলে ছবি তোলার ব্যক্তির সন্ধান পায় আজকের পত্রিকার এই প্রতিবেদক। নাম প্রকাশ না করা শর্তে ওই ব্যক্তি জানান, গত শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তি করান তিনি। রাত ১টার দিকে বিশেষ প্রয়োজনে নার্সদের কক্ষের দরজা বন্ধ থাকায় জরুরি বিভাগে যান। তিনি দেখেন জরুরি বিভাগেও কোনো নার্স কিংবা চিকিৎসক নেই।
ওই ব্যক্তি আরও জানান, রোগীদের বিছানায় দুটি কুকুর এবং চিকিৎসকের টেবিলে একটি কুকুর শুয়ে আছে। পরে সেই দৃশ্যের ছবি তাঁর মোবাইলে তুলে রাখেন। পরে তাঁর রোগী সুস্থ হলে বাড়ি গিয়ে ছবিটি বন্ধুদের দেখালে তাঁরা ছবিটি ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।
এদিকে ওই ছবি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। শুধু তা-ই নয়, বিষয়টি খতিয়ে দেখে ওই সময়ে কর্তব্যরত চিকিৎসকদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লোপা চৌধুরীর মোবাইল ফোনে কল দেওয়া হয়। এ সময় লোপা চৌধুরী বলেন, আরএমওর সঙ্গে কথা বলেন—বলে তিনি ফোন কেটে দেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জাহিদুল হকের সঙ্গে কথা বললে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছবিগুলো দেখেছি। তবে এটি বর্তমানে তোলা হয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্য চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বলা হয়েছে ছবিগুলো কখন তোলা হয়েছে তা খতিয়ে দেখতে। এ ছাড়াও ওই সময় কারা দায়িত্বে ছিলেন তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।’
এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আগে দেখতে হবে পরে বলতে হবে। এখন কিছু বলা যাচ্ছে না।’
শিক্ষকসংকট, সেশনজটসহ ছয় দফা দাবিতে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে রংপুরের পীরগঞ্জে অবস্থিত শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
৪ মিনিট আগেকান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘দুর্ঘটনার কথা শুনে তড়িঘড়ি করে আসলাম। কিন্তু ওর সাথে শেষবারের মতো আর কথা হলো না। দিনে ছয় থেকে সাতবার কথা হতো ওর সাথে। শেষবার বলছিল, “বাবা, তুমি কবে আসবা?” আমি তাকে বলেছিলাম, এখন তো সময় পাচ্ছি না। ঢাকায় যেতে টাকা-পয়সার ব্যাপার-স্যাপার আছে। আগামী মাসের ১৫ তারিখ আমি অবশ্যই
৯ মিনিট আগেলালমনিরহাট লালমনিরহাট সদরে পুলিশ দেখে নদীতে লাফ দিয়ে নিখোঁজের দুই দিন পর সেই কিশোর শান্ত রায়ের (১৪) লাশ ভেসে উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেঘারাম গ্রামের ছয়মাতার ঘাট এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেরাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তারের ডাক্তার হওয়ার স্বপ্ন চিরতরে নিভে গেল। তার গ্রামের বাড়ি গাজীপুরে এখন চলছে শুধুই শোকের মাতম। শোকে পাথরের মতো স্থির হয়ে ক্ষীণ স্বরে কাতরাচ্ছেন পিতা শাহ আলম ও মা মিনারা বেগম।
২১ মিনিট আগে