Ajker Patrika

শ্রীবরদীতে ড্রাম ট্রাকের চাপায় নিহত ১, আহত ২ 

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে ড্রাম ট্রাকের চাপায় নিহত ১, আহত ২ 

শেরপুরের শ্রীবরদীতে মাটিবাহী ড্রাম ট্রাকের চাপায় মো. সোহাগ মিয়া (২৭) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্যসহ দুজন আহত হয়েছেন। নিহত সোহাগ মিয়া উপজেলার গড়জরিপা ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের মো. নুরুজ্জামানের ছেলে। 

আহতরা হলেন, উপজেলার গড়জরিপা ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান আলী (৫৫) ও ঘোনাপাড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল কাদের (৩৫)। তাঁদের মধ্যে আহত কাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অপরজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত ১১টার দিকে শেরপুর-ঝিনাইগাতী সড়কের চৈতাজানী এলাকায় একটি চায়ের দোকানের সামনে সোহাগ মিয়া, কাদের ও ইউপি সদস্য শাহজাহান মিয়া দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় ঝিনাইগাতী থেকে আসা একটি মাটিবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের চাপা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সোহাগ মিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে চালক পালিয়ে যান। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস দুর্ঘটনায় একজনের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ মামলা দায়ের করেননি। পরিবারের আবেদনক্রমে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পলাতক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত