Ajker Patrika

বিএনপির বিজয় মিছিল: ‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি’ লিখে পোস্ট দেওয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি

জামালপুর প্রতিনিধি 
অমিত হাসান রবিন। ছবি: সংগৃহীত
অমিত হাসান রবিন। ছবি: সংগৃহীত

বিএনপির বিজয় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে দীর্ঘ যানজটে ভোগান্তির কথা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সাময়িক অব্যাহতি পেয়েছেন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মো. সাব্বির আহম্মেদ ও সদস্যসচিব মো. আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে জামালপুর সদর উপজেলায় গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নান্দিনা বাজারে উপজেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি নান্দিনা পূর্ব বাজার থেকে শুরু হয়ে বাদেচান্দি মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। মিছিল ও সমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশ নেন।

নেতা-কর্মীদের মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে নান্দিনা বাজার এলাকায় প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘণ্টা জামালপুর-ময়মনসিংহ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শত শত গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হয়।

এই সমাবেশে শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন নিজেও অংশ নেন। তিনি জনসাধারণের ভোগান্তি নিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে বলেন, ‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি টানা দেড় ঘণ্টা জ্যাম।’ এ সময় যানজটে আটকে থাকা সারিবদ্ধ গণপরিবহনের ছবিও পোস্ট করেন। কিছুক্ষণ পর তিনি তাঁর পোস্টটি সরিয়ে ফেলেন।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গতকাল রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা এক বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২ নম্বর শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রবিন হাসানকে (অমিত হাসান রবিন) সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অমিত হাসান রবিন কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন।

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল বলেন, তিনি নিজ দল সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করে দলীয় ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছেন। এতে দলীয় শৃঙ্খলাভঙ্গ হয়েছে। তাই তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি বলেন, মিছিল-সমাবেশে কোনো ধরনের ভোগান্তি তৈরি হয়নি। সবাই সহযোগিতা করেছেন। পোস্টদাতা ছাত্রদল নেতা অন্য গ্রুপের এবং তাঁর ফেসবুকে অভিযোগ অযৌক্তিক।

৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান-২০২৫ উপলক্ষে জামালপুর সদর উপজেলা বিএনপি গতকাল বিকেল ৪টার দিকে নান্দিনা মডেল স্কুল মাঠে সমাবেশ করে। এই সমাবেশকে ঘিরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন। সমাবেশে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন প্রধান অতিথির বক্তব্য দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

আফগানিস্তানে তালেবানের শাসন: বাস্তবতা বনাম প্রচারণা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত