Ajker Patrika

ব্রিটিশ এমবিই খেতাবে ভূষিত হলেন শাহীন আনাম

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ২২: ৪১
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বুধবার রাজধানীর বারিধারায় হাইকমিশনে এক অনুষ্ঠানে এ স্মারক হস্তান্তর করেন। ছবি: আজকের পত্রিকা
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বুধবার রাজধানীর বারিধারায় হাইকমিশনে এক অনুষ্ঠানে এ স্মারক হস্তান্তর করেন। ছবি: আজকের পত্রিকা

ব্রিটিশ হাইকমিশন দেশটির রাজার পক্ষ থেকে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামকে ‘মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (এমবিই)’ খেতাবের স্মারক হস্তান্তর করেছে।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ বুধবার রাজধানীর বারিধারায় হাইকমিশনে এক অনুষ্ঠানে এ স্মারক হস্তান্তর করেন।

বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ও নারী-পুরুষের সমতা নিশ্চিত করার ক্ষেত্রে শাহীন আনামের অবদানের স্বীকৃতি হিসেবে ব্রিটিশ রাজা চার্লস গত ফেব্রুয়ারিতে এমবিই পদকে ভূষিত করার কথা ঘোষণা করেন।

ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

শাহীন আনামের স্বামী দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এমবিই হলো একটি ব্রিটিশ সম্মানসূচক পদবি, যা ১৯১৭ সালে রাজা পঞ্চম জর্জ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। এটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় নাইটলি অর্ডার। এই পদবি মূলত সাধারণ জনগণ ও সামরিক বাহিনীর সদস্যদের দেশ বা কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ও মূল্যবান সেবা দেওয়ার জন্য দেওয়া হয়। এটি পাঁচটি শ্রেণিতে বিভক্ত এবং সর্বোচ্চ দুটি পদপ্রাপ্ত ব্যক্তিরা স্যার বা ডেম উপাধি ধারণ করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশে ক্ষমতার পালাবদল পুনর্বিন্যাস আনছে ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলে

জাপায় নতুন মোড়: আনিসুল ইসলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বহিষ্কৃতদের পুনর্বহাল

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ: ৫ নেতাকে শোকজ করল এনসিপি

‘বাবার অসুস্থতায় পরামর্শ নিতে’ চিকিৎসকের বাসায় নারী, দুজনকে পুলিশে দিল স্থানীয়রা

১৪৬ যাত্রী নিয়ে ব্যাংককের পথে এক ঘণ্টা উড়ে মিয়ানমার থেকে ফিরে এল বিমানের সেই ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত