Ajker Patrika

শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় দল থেকে আ.লীগ নেতাকে বহিষ্কার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৪: ১৮
Thumbnail image

জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্ত গোলাম মোস্তফাকে সাময়িক বহিষ্কার করেছে ফুলকোঁচা ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মান্নান সরকার ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃত গোলাম মোস্তফা ফুলকোচা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্কুলের কার্যক্রম চলাকালীন ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে অসদাচরণ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন গোলাম মোস্তফা। তাই ফুলকোচা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক পদ থেকে তাঁকে অব্যাহতি এবং সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। আগামী ৭ (সাত) দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারী কার্যালয়ে ঘটনা সম্পর্কে জবাব জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। যথাসময়ে জবাবদানে ব্যর্থ এবং সন্তোষজনক হলে আর কোনো প্রকার পত্র প্রদান না করেই গোলাম মোস্তফার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হবে।

উল্লেখ্য, গত বুধবার বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে লাঞ্ছিত করার ঘটনা ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত