Ajker Patrika

ভাগনের বিয়ের কেনাকাটা করতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে চাচা–ভাতিজির মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৭: ১০
ভাগনের বিয়ের কেনাকাটা করতে বেরিয়ে ট্রেনে কাটা পড়ে চাচা–ভাতিজির মৃত্যু

ময়মনসিংহে লেভেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেল অটোরিকশার দুই যাত্রীর। এই ঘটনায় আহত অটোরিকশা চালককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতরা হলেন— ময়মনসিংহ সদর উপজেলার উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬২) ও তাঁর ভাতিজি শেফালি আক্তার (৪৫)।

আবদুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, ভাগনের বিয়ের কেনাকাটা করতে শেফালিকে নিয়ে শহরে গিয়েছিলেন আবদুর রহমান। জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরলে রাতেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু জিনিসপত্র কেনা হলেও তাঁদের আর বাড়ি ফেরা হয়নি!

মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বিদ্যাময়ীর পেছনে লেভেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়। পথে বিদ্যাময়ী লেভেলক্রসিংয়ে রেললাইনে উঠে পড়া রিকশাকে ধাক্কা দেয় ট্রেন। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

রেলওয়ে থানার উপপরিদর্শক দীপক বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনেরা এলে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত