Ajker Patrika

বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই আহত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১৫: ১০
বজ্রপাতে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই আহত

নেত্রকোনার দুর্গাপুরে জমির ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছোট ভাই হাবুল্লাহ হাসান (২৫) আহত হয়েছেন।

আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা বন্দউষান গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে বিলের জমিতে ধান কাটার কাজ করছিলেন দুই ভাই। এ সময় বজ্রপাত হলে ধানখেত থেকে বাড়ি যাওয়ার সময় দুজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে রবিকুলকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হাবুল্লাহ হাসান হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম বজ্রপাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত