Ajker Patrika

জমি নিয়ে বিরোধ: দেবর-জায়ের দেওয়া আগুনে পুড়ে ভাবীর মৃত্যু, থানায় মামলা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
জমি নিয়ে বিরোধ: দেবর-জায়ের দেওয়া আগুনে পুড়ে ভাবীর মৃত্যু, থানায় মামলা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দেবর-জায়ের দেওয়া আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর নাম আঞ্জুমানারা খাতুন (৫৫)। গত সোমবার উপজেলার বাগিচাপুর গ্রামে আগুন দেওয়ার ঘটনা ঘটে। গত শুক্রবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। 

এ ঘটনায় আজ রোববার নিহতের মেয়ে আকলিমা বাদী হয়ে তিনজনকে আসামি করে নালিতাবাড়ী থানায় মামলা করেছেন। মামলার আসামিরা হলেন নিহতের দেবর উপজেলার বাগিচাপুর গ্রামের গিয়াস উদ্দীন (৫৫), তাঁর স্ত্রী মোছা. আম্বিয়া খাতুন (৫০) ও তাঁদের ছেলের বউ মোছা. মালেকা (২৫)। 

পুলিশ ও পরিবার সূত্র জানায়, উপজেলার বাগিচাপুর গ্রামের আবুল কাশেমের মৃত্যুর পর জমির ওয়ারিশ নিয়ে তাঁর স্ত্রী আঞ্জুমানারা ও একমাত্র মেয়ে আকলিমার সঙ্গে আবুল কাশেমের ছোট ভাই গিয়াস উদ্দীনের বিরোধ চলে আসছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিসও হয়েছে। গত সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই নারীকে জোর করে ঘর থেকে বের করে আনেন তাঁর দেবর, জা ও তাঁদের ছেলের বউ। এ সময় আম্বিয়া ও তাঁর ছেলের বউ মালেকা ওই নারীর গায়ে কেরোসিন ঢেলে দেয়। পরে গিয়াস উদ্দীন তাঁর শরীরে আগুন জ্বালিয়ে দেয়। 

পরে ওই নারীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাঁকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার তাঁর মৃত্যু হয়। 

মামলার বাদী আকলিমা আজকের পত্রিকাকে বলেন, ‘বাবার মৃত্যুর পর এই দুনিয়ায় মা আমার একমাত্র আপনজন ছিল। জমি লইয়া আমার চাচা-চাচী আমার মায়েরে পুড়াইয়া মারছে। আমি তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ 

এ বিষয়ে জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত