ময়মনসিংহ প্রতিনিধি
পূর্বনির্দেশনা ছাড়াই ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর বাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড়ে গিয়ে দেখা যায় ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে বাস এলেও ময়মনসিংহ থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।
যাত্রীরা ক্ষোভ জানিয়ে বলেন, রাজনীতির রোষানলের শিকার হয়ে আমরা সাধারণ মানুষ ভুগছি। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে আবারও ফেরত যাচ্ছে। অনেকে ছোট ছোট বাহনে বিকল্প পথে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকার দিকে যাচ্ছে।
নেত্রকোনার মদন থেকে আসা আব্দুল গণি বলেন, ‘মেয়েটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আগামী রোববার থেকে তাঁর ক্লাস শুরু। তাই সপরিবারে তাকে নিয়ে ঢাকায় যাচ্ছি। নেত্রকোনার মদন থেকে অটোরিকশা দিয়ে ময়মনসিংহে এসেছি। এখানে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো নির্দেশনা পেলে হয়তো আমরা আসতাম না। হঠাৎ করে এমন সিদ্ধান্তে আমরা খুব বিপাকে পড়েছি। রাজনীতির নামে এসব আমাদের কাম্য নয়।’
কাজল দেওয়ান নামে আরেক যাত্রী বলেন, ‘সপ্তাহ শেষে পরিবারের সঙ্গে দুটি দিন কাটাব, এটাই স্বাভাবিক। ঢাকায় স্ত্রী-সন্তানেরা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু বাস চলাচল না করায় যেতে পারছি না। এটা কী! আসলে কিছু না হতেই পরিবহন বন্ধ। সরকার কী চাইছে আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষ হিসেবে এমন কষ্ট মেনেও নিতে পারছি না। আমরা চাই নোংরা রাজনীতি বন্ধ হোক।’
ময়মনসিংহের বাসকান্দা বাস টার্মিনালের এনা পরিবহন কাউন্টারের সহকারী ম্যানেজার আলম মিয়া বলেন, ‘সকালের দিকে চারটি বাস ঢাকায় গেয়েছিল। রাস্তায় বাস লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। তাই নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দেশনা পেলে আবারও বাস চলবে।’
জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি ঢাকাগামী সব ধরনের বাস চলাচল করানোর জন্য। কিন্তু মালিকপক্ষ নাশকতার ভয়ে বাস বন্ধ রাখছে। এতে আমাদের করার তেমন কিছু নেই। হয়তো আগামীকাল বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে। সাধারণ মানুষকে একটু কষ্ট মেনে নিতেই হবে।’
পূর্বনির্দেশনা ছাড়াই ময়মনসিংহ থেকে ঢাকাগামী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তবে পরিবহনসংশ্লিষ্টরা বলছেন, নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর বাসকান্দা বাস টার্মিনাল ও পাটগুদাম ব্রিজ মোড়ে গিয়ে দেখা যায় ঢাকাগামী সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। ঢাকা থেকে বাস এলেও ময়মনসিংহ থেকে কোনো বাস ছেড়ে যাচ্ছে না। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ভোগান্তিতে পড়েছে ঢাকাগামী যাত্রীরা।
যাত্রীরা ক্ষোভ জানিয়ে বলেন, রাজনীতির রোষানলের শিকার হয়ে আমরা সাধারণ মানুষ ভুগছি। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে আবারও ফেরত যাচ্ছে। অনেকে ছোট ছোট বাহনে বিকল্প পথে অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকার দিকে যাচ্ছে।
নেত্রকোনার মদন থেকে আসা আব্দুল গণি বলেন, ‘মেয়েটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। আগামী রোববার থেকে তাঁর ক্লাস শুরু। তাই সপরিবারে তাকে নিয়ে ঢাকায় যাচ্ছি। নেত্রকোনার মদন থেকে অটোরিকশা দিয়ে ময়মনসিংহে এসেছি। এখানে এসে দেখি বাস চলাচল বন্ধ রয়েছে। কোনো নির্দেশনা পেলে হয়তো আমরা আসতাম না। হঠাৎ করে এমন সিদ্ধান্তে আমরা খুব বিপাকে পড়েছি। রাজনীতির নামে এসব আমাদের কাম্য নয়।’
কাজল দেওয়ান নামে আরেক যাত্রী বলেন, ‘সপ্তাহ শেষে পরিবারের সঙ্গে দুটি দিন কাটাব, এটাই স্বাভাবিক। ঢাকায় স্ত্রী-সন্তানেরা আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু বাস চলাচল না করায় যেতে পারছি না। এটা কী! আসলে কিছু না হতেই পরিবহন বন্ধ। সরকার কী চাইছে আমরা বুঝতে পারছি না। সাধারণ মানুষ হিসেবে এমন কষ্ট মেনেও নিতে পারছি না। আমরা চাই নোংরা রাজনীতি বন্ধ হোক।’
ময়মনসিংহের বাসকান্দা বাস টার্মিনালের এনা পরিবহন কাউন্টারের সহকারী ম্যানেজার আলম মিয়া বলেন, ‘সকালের দিকে চারটি বাস ঢাকায় গেয়েছিল। রাস্তায় বাস লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে। তাই নাশকতার আশঙ্কায় বাস চলাচল বন্ধ রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে নির্দেশনা পেলে আবারও বাস চলবে।’
জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান বলেন, ‘আমরা চেষ্টা করছি ঢাকাগামী সব ধরনের বাস চলাচল করানোর জন্য। কিন্তু মালিকপক্ষ নাশকতার ভয়ে বাস বন্ধ রাখছে। এতে আমাদের করার তেমন কিছু নেই। হয়তো আগামীকাল বিকেলে পরিস্থিতি স্বাভাবিক হলে বাস চলবে। সাধারণ মানুষকে একটু কষ্ট মেনে নিতেই হবে।’
রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকারসহ উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
২ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রাম উপজেলা টানা ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন। এতে জনদুর্ভোগ চরমে উঠেছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ মঙ্গলবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে পারেনি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)।
১২ মিনিট আগেবরিশালের বাকেরগঞ্জে হাসান গাজী (১৮) নামে মাদকাসক্ত ছেলেকে হত্যার দায় নিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মা-বাবা। আজ মঙ্গলবার বিকেলে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড সাহেবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ার সন্তান দিদারুল ইসলাম রতন (৩৬)। তিনি নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের একজন কর্মঠ ও নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি বহুতল অফিস ভবনে দায়িত্ব পালনকালে ২৭ বছর বয়স
১ ঘণ্টা আগে