Ajker Patrika

টাকা ছাড়াই শত পরিবার পেল ব্যাগভর্তি বাজার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৪: ৫৩
টাকা ছাড়াই শত পরিবার পেল ব্যাগভর্তি বাজার

মাংস, তেল, ডাল, লবণ, মসলাসহ বিভিন্ন প্রকার শাকসবজি মিলিয়ে দেওয়া হয় ব্যাগভর্তি বাজার। তবে নেওয়া হয়নি কোনো টাকা। পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০০ দরিদ্র পরিবারের মধ্যে বিনা মূল্যে এসব পণ্য তুলে দেয় বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

গতকাল শুক্রবার উপজেলার সোহাগী বাজার প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সোহাগী উচ্চমাধ্যমিক স্কুলের সাবেক শিক্ষক মো. আব্দুল গনি। 
সরেজমিনে দেখা যায়, টাকা ছাড়া ব্যাগভর্তি বাজার নিতে দুই সারিতে দাঁড়ান স্থানীয় দরিদ্র নারী-পুরুষ। তার পাশেই ছিল বিশাল প্যান্ডেল করা ১০টি স্টল। একেক স্টলে একেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া দামের বাজারে বিনা মূল্যে ব্যাগভর্তি বাজার পেয়ে উচ্ছ্বসিত উপকারভোগীরা। মোছা. সামছুন্নাহার নামে এক নারী বলেন, ‘বাজারে জিনিসপাতির যে দাম, টেহা ছাড়া ব্যাগভর্তি সদাই (বাজার) পাইয়া অনেক উপকার হইল।’

বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. বিল্লাল হোসেন জানান, ২০২০ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়। এরপর করোনা মহামারি পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ঘরহীন মানুষকে ঘর উপহার দেওয়া, টিউবওয়েল বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় অবদান রেখে যাচ্ছে সংগঠনটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত