দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে রণদীর তালুকদার (৩৪) নামে এক ব্র্যাক মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ শুক্রবার সকালে রণদীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠিয়েছে পুলিশ। রণদীর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শমিপুর গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কোনো এক সময়ে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রণদীরের বিছানা থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’। তবে লেখাটি রণদীরের হাতের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রণদীর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ ব্র্যাক শাখায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন। এই সুবাদে তিনি ওই ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু মিয়ার বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বৃহস্পতিবার বিকেলে বাসায় আসেন রণদীর। এরপর পাশের বাসার একজন তাঁর ঘরে এসে দেখতে পান রণদীরের দেহ ঘরের ফ্যানের রডের সঙ্গে ঝুলছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
রণদীরের বড় ভাই স্বপন তালুকদার জানান, ‘রণদীর দীর্ঘদিন যাবৎ ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কাজ করছে। গত দুই বছর ধরে দুর্গাপুর উপজেলার কুমুদগঞ্জ শাখার মাঠকর্মী হিসেবে কাজ করে আসছিল। তার তিন মাস আগে বিয়ে হয়। হঠাৎ আমার ভাইয়ের এমন মৃত্যু ঘটবে তা ভাবতে কষ্ট হচ্ছে। আমরা এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রণদীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে রণদীরের বিছানায়। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নেত্রকোনার দুর্গাপুরে রণদীর তালুকদার (৩৪) নামে এক ব্র্যাক মাঠকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ শুক্রবার সকালে রণদীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠিয়েছে পুলিশ। রণদীর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার শমিপুর গ্রামের মৃত কৃষ্ণধন তালুকদারের ছেলে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে কোনো এক সময়ে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ রণদীরের বিছানা থেকে একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য ম্যানেজার দায়ী’। তবে লেখাটি রণদীরের হাতের কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রণদীর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের কুমুদগঞ্জ ব্র্যাক শাখায় মাঠকর্মী হিসেবে কাজ করতেন। এই সুবাদে তিনি ওই ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু মিয়ার বাসায় ভাড়া থাকতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বৃহস্পতিবার বিকেলে বাসায় আসেন রণদীর। এরপর পাশের বাসার একজন তাঁর ঘরে এসে দেখতে পান রণদীরের দেহ ঘরের ফ্যানের রডের সঙ্গে ঝুলছে। এই দৃশ্য দেখে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে রাতে থানায় নিয়ে আসে।
রণদীরের বড় ভাই স্বপন তালুকদার জানান, ‘রণদীর দীর্ঘদিন যাবৎ ব্র্যাকের মাঠকর্মী হিসেবে কাজ করছে। গত দুই বছর ধরে দুর্গাপুর উপজেলার কুমুদগঞ্জ শাখার মাঠকর্মী হিসেবে কাজ করে আসছিল। তার তিন মাস আগে বিয়ে হয়। হঠাৎ আমার ভাইয়ের এমন মৃত্যু ঘটবে তা ভাবতে কষ্ট হচ্ছে। আমরা এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রণদীরের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। একটি চিরকুট পাওয়া গেছে রণদীরের বিছানায়। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মামলার প্রধান আসামি হয়েও প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন অভিযুক্ত ছাত্রদল নেতা শামীম সরকার। তিনি রাজশাহীর বাঘা উপজেলার সবেরহাট বামনডাঙ্গা গ্রামের বাসিন্দা। আজ বুধবার পর্যন্ত তিনি আদালত থেকে কোনো ধরনের জামিন নেননি বলে জানা গেছে।
২ মিনিট আগেকোতোয়ালি থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজ ও জহিরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেবরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরকাউয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মনিরুলকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরের জিলা স্কুল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
১৪ মিনিট আগেগত নববর্ষের শোভাযাত্রার মোটিফ তৈরির শিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রামের বাড়ি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। গত ১৫ এপ্রিল রাতের ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ১৭ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাবুল হোসেনসহ আটজনকে গ্রেপ্তার করে। এর পর থেকে তিন মাস তিনি জেলা..
১৪ মিনিট আগে